রামচরিতমানস

অনেকটা সময় পরে তাদেরই সঙ্গে দেখা হলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিই, প্রত্যুত্তর করি, যাদের সঙ্গে আমার শ্রীরাম-সংযোগ প্রাচীন, যা কোনো নির্বাচনোত্তর পরিস্থিতির উপর গড়ে ওঠে না; গড়ে উঠেছিল অমল-সত্য সম্পর্কের উপর।
অন্য কেউ আমায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলে খুঁজি তার ভগীরথ-উৎস। অতঃপর শান্ত-বিনম্রভাবে বলি, “ঈশ্বর আপনার মঙ্গল করুন।”
ফলে আমার রামনামে ঘাটতি থেকেই যাচ্ছে।
অগত্যা মানসবোধ, ‘রামচরিতমানস’, রামনামে মোর হারিয়ে যাবার নেই মানা, মনে মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.