প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সুপারিশ কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্টের, পড়ানো হোক গীতা , চাণক্যর অর্থশাস্ত্র ও পুরানো ভারতের ইতিহাস, তাতে আবার ঘোর আপত্তি কংগ্রেসের

ভারতের সেকেন্দ্রাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট (College of Defence Management or CDM) সুপারিশ করে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে যাতে কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট এ অফিসারদের জন্য পুরানো ভারতের ইতিহাস ও এরই সাথে গীতা(Bhagwat Gita) ও চানককের অর্থশাস্ত্র পড়ানো হয়।

CDM এর এই প্রস্তাব মোটামুটি মেনেও নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক(Defence Ministry)। কিছুদিন পরেই নতুন পাঠ্যসূচি তৈরী করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

ডিফেন্স বা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে , ভারতের প্রাচীন ইতিহাস এতটাই সমৃদ্ধ যে সেখান থেকে অনেক কিছু শেখবার আছে। গীতা ও অর্থশাস্ত্রের মতো আরো অনেক বই বা পুঁথি আছে যা ভারতের প্রতিরক্ষা ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে অনেক সহায়ক হবে।

ইতিমধ্যেই এই মর্মে CDM এ ইন্ডিয়ান কালচার স্টাডি ফোরাম(Indian Culture Study Forum) খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

কিন্তু CDM তথা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ডিফেন্স ম্যানেজমেন্ট-এ পুরানো ভারতের ইতিহাস , গীতা ও চাণক্ক্যের অর্থশাস্ত্র পড়ানোর তীব্র বিরোধিতা করছে কংগ্রেস।
কংগ্রেস এর মতে , ইসলাম পূর্ব ইতিহাস ও এরই সাথে ভারতের ঐতিহ্য বিষয়ক কোনো বই , বা পুঁথি যার সাথে ন্যূনতম হিন্দু ধর্মের কোনো সম্পর্ক আছে তা জানাবার বা পড়াবার দরকার নেই বা প্রয়োজন নেই ভারতীয় সেনার তথা ভারত সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.