মুখোশ খোলার পর Persecution Relief tader ওয়েবসাইট বন্ধ করলো এবং ওয়েবিনার ভিডিও প্রাইভেট করলো।

Legal Rights Protection Forum(LRPF) -এর করা তদন্তের ভিত্তিতে The Commune দ্বারা প্রকাশিত রিপোর্টের প্রকাশ পাবার পর Persecution Relief নামক এনজিও টি তাদের ওয়েবসাইট বন্ধ করে “We will be back soon” বার্তা দিয়ে। এটি টুইটারে শেয়ার করে LRPF বিখ্যাত আইরিশ ড্রামাটিস্ট এর উক্তি উদ্বৃত করে লেখে ‘Guilt’। Persecution Relief ইতিমধ্যেই তাদের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে ‘Urgent Prayers Requested by Persecution Relief’, যেখানে তাদের প্রতিষ্ঠাতা শিবু থমাস সমর্থকদের, তাদের জন্য প্রার্থনা করতে বলেছে।

এই ভিডিওটিতে শিবু বলে, ‘কালকের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের পর আমি আপনাদের সবার প্রার্থনা কামনা করি। আপনাদের প্রার্থনাই আমাদের স্রোতের প্রতিকূলে ও এতদূর আসতে সাহায্য করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে প্রভুই আমাদের তাঁর এই কাজের জন্য আমাদের চয়ন করেছেন এবং ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। এর সাথেও,আমরা ভারতের গির্জা গুলির মহামূল্য প্রার্থনা কামনা করি এই কঠিন সময়ে যখন আমাদেরকে ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া হচ্ছে। সাথে আপনাদেরও সমর্থন কামনা করি এবং বিগত 5 বছর ধরে দেওয়া অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। প্রভু আপনাদের মঙ্গল করুন।’

একদিকে Persecution Relief jokhon রক্ষাত্মক রাস্তায় হাঁটছে,তখন অন্যদিকে The Federation of Indian American Christians Organisations of North America(FIACONA), যারা সম্প্রতি একটি ওয়েবিনার এর আয়োজন করে ‘Hate Crimes Against Christians in India’ শীর্ষক দিয়ে,যেটিকে তারা ইউটিউবে প্রাইভেট করে দিয়েছে।

উক্ত ভিডিওটিতে FIACONA এবং Persecution Relief এর সদস্যরা, ভারতের ২০১৫ তে ২৮ নং স্থান থেকে ১৪ নম্বরে উঠে আসার জন্য সন্তুষ্টি প্রকাশ করেছে। একইসাথে, মার্কিন সরকার দ্বারা চাপানো বিধিনিষেধের কারণে তাদের অনুমোদন স্বীকার হয়নি,এই মর্মে উদ্বেগও প্রকাশ করেছে। যদিও, ভিডিওটি এখন আর পাবলিকের দেখার জন্য উপলব্ধ নেই।

LRPF দ্বারা গৃহমন্ত্রালয়ে করা অভিযোগের ওপর ভিত্তি করে করা তদন্ত রিপোর্ট যখন The Commune সামনে এনে তখনই Persecution Relief এর কর্মকাণ্ডের পর্দাফাঁশ হয়।

আর্টিকেলটি ইতিমধ্যেই টুইটারে ঝড় তুলেছে এবং অনেক বিশিষ্ট ব্যক্তি এটিকে শেয়ার করেছেন। Thuklag সম্পাদক এস. গুরুমূর্তি এটিকে শেয়ার করে লেখেন “প্রত্যেক জিজ্ঞাসু ভারতীয়ের রিপোর্টটি পড়া উচিৎ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.