ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ জম্মু-কাশ্মীরের পুঞ্চের সজিয়ানে সকাল থেকে মর্টার শেলিং করছে পাক সেনা৷

জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ মর্টার শেলিং, সেই সঙ্গে গোলাবর্ষণ করতে শুরু করে পাকিস্তান৷ তাদের কড়া প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় সেনা৷

এর আগে গত ৭ এপ্রিলে দক্ষিণ কাশ্মীরের ত্রালে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই বাধে৷ সূত্রের খবর, দুই থেকে তিন জঙ্গি এখানে লুকিয়ে আছে খবর পেয়ে তাদের তাদের খতম করতেই সেখানে হানা দেয় সেনাবাহিনী৷

সেদিন ভোররাতে ত্রালে অপারেশন শুরু করে নিরাপত্তা বাহিনী৷ তাদের দেখে প্রথমে হামলা করে জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা৷ এখন গুলির লড়াই চলছে৷ জঙ্গিরা যাতে পালাতে না পারে তার জন্য তাদের একটা জায়গায় আটকে রেখে ঘিরে ফেলা হয়৷

এদিকে তার টিক একদিন আগে একটি এনকাউন্টারে খতম হয় জঙ্গিদের৷ সোপিয়ানের ঘটনা৷ টহলরত জওয়ানদের উপর হঠাৎ হামলা করে সন্ত্রাসবাদীরা৷ পাল্টা জবাব দেয় সেনা৷ দুই যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.