ভারতের খাদ্যসামগ্রী পেতে মরিয়া তালিবান, বাধ্য হয়ে রাস্তা খুলছে পাকিস্তান

আফগানিস্তানে ক্ষমতার মসনদে বসেছে তালিবানি জঙ্গি সংগঠন। বর্তমান পরিস্থিতিতে, আফগানিস্তানের অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। তা প্রথম কারণ হিসেবে ‘গৃহযুদ্ধে’র কথাই বলেছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। অর্থনীতিতে মন্দা নেমে আসার পাশাপাশি আফগানিস্তানের খাদ্য সংকটও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারত খাবার সামগ্রী পাঠাতে তৎপর হয়েছে। তবে খাবার সামগ্রী আফগানিস্তানে সরবাহের জন্য বাধা পাচ্ছে ভারত। তার প্রথম কারণ পাকিস্তান।

জানা গিয়েছে, ইসলামাবাদ খাদ্য সামগ্রী সরবরাহের জন্য রাস্তা খুলছে না। অন্যদিকে, তালিবান খাবার সামগ্রী পেতে অধীর অপেক্ষায় রয়েছে। এমন পরিস্থিতিতে ইমরান খানের সরকারের ওপর চাপ ক্রমশ বাড়ছে বলেই খবর। আন্তর্জাতিক সূত্রে খবর, তালিবানি জঙ্গি সংগঠন ভারতের কাছ থেকে খাবার সামগ্রী পেতে ইচ্ছুক প্রকাশ করেছে। সেই কারণে ইমরান খানের উপর চাপ বাড়িয়ে তালিবানরা আর্জি জানিয়েছে, রাস্তা যেন খুলে দেওয়া হয়। অবশেষে, ইসলামাবাদ রাস্তা খুলে দিতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ভারত সরকার ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর ব্যবস্থা করে খাদ্যসংকটে থাকা আফগানিস্তানকে। সেগুলি পাঁচ হাজার ট্রাকের মাধ্যমে পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে পৌঁছানোর কথা ঠিক হয়েছিল। কিন্তু সেই সময় ইসলামাবাদ অনুমতি দেয়নি ভারতকে। ফলে, এখনও আফগানিস্তানে খাদ্য সামগ্রী পৌঁছতে পারেনি বলেই খবর। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, ভারতের জয় হয়েছে কূটনৈতিক মঞ্চে। কারণ, ভারতকে সুসম্পর্ক বজায় রাখতে হবে তালিবান সরকারের সঙ্গে, সন্ত্রাসবাদ রুখতে। অন্যদিকে, তালিবান বুঝেছে ভারতের মতো অর্থনৈতিক শক্তিকে রাগালে আগামী দিনে তাদেরই লোকসান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.