ভারতের এয়ারস্ট্রাইকের পর আতঙ্কে দিন কাটাচ্ছে পাকিস্তান৷ সেই কারণে সীমান্তে আরও কড়া প্রহরা দেওয়ার ব্যবস্থা করছে পাক সেনা। প্রতিনিয়ত এলওসিতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান৷ তাদের কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা৷ এমন পরিস্থিতির মধ্য়েই ভারতীয় সেনার হাতে এল আরও দুটি নতুন অস্ত্র৷

জম্মু ডিভিশনের সেক্টরে ভারতীয় সেনার নতুন স্নাইপার রাইফেল দিয়ে পাকিস্তান সেনাকে জবাব দিচ্ছে ৷ জানা গিয়েছে ভারতীয় সেনার এই নতুন অস্ত্র দিয়ে অভিযান পাকিস্তানের ঘুম ছুটে গিয়েছে৷

যে ভাবে পাকিস্তান প্রতিদিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে তার জেরা ভারতীয় সেনা আরও কড়া জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ ভারতীয় সেনার কাছে Lapua Magnum এবং Beretta-র মতো দুটি অত্যধুনিক স্নাইফার হাতে এসেছে৷ এই স্নাইফারের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তান কে কড়া জবাব দিতে সিবিধে হচ্ছে বলে সুত্রের খবর৷

এই দুটি অস্ত্রের নিজের নিজের মতো বৈশিষ্ট্য রয়েছে৷ Lapua Magnum স্নাইপার ফিনল্যান্ডের একটি কোম্পনি তৈরি করে৷ এর ব্যবহার আমেরিকা আফগানিস্তান এবং ইরাকের বিরুদ্ধে যুদ্ধে করেছিল৷ এই অস্ত্র শত্রুদের জবাব দিতে যথেষ্ট পাকাপক্ত বলে জানা গিয়েছে৷

অন্যদিকে Beretta কে বিশ্ব বিখ্যাত একটি ইতালিয়ান কোম্পানি তৈরি করে৷ এই ইতালিয়ান কম্পানির তৈরি অস্ত্রের বিশ্বডুড়ে চর্চা হয়৷ Beretta তাদের মুখ্য রাইফেলের মধ্যে অন্যতম বলে জানা গিয়েছে৷ এই কোম্পানি একাধিক রকমের ম্যাগাজ়িন তৈরি করে৷

এয়ারস্ট্রাইকের পর থেকে পাকিস্তান আরও বেশি করে সীজ়ফায়ারের উল্লঙ্ঘন করে চলেছে৷ চলতি সপ্তাহে পাকিস্তান সুন্দরবনী সেক্টরে গুলি চালায়৷ এই ঘটনায় এক ভারতীয় জওয়ান শহিদ হয়৷ যদিও প্রতিবার ভারতীয় সেনা তাদের কড়া জবাব দিচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.