ভারতীয় সেনার হাতে আসতে চলেছে ‘দেশি বোফর্স’৷ অর্ডার করা ১১৪টি উন্নতমানের বন্দুকের থেকে ৫টি আগামী ২৬ মার্চ জবলপুরে সেনার সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপোতে আসতে চলেছে৷ পাকিস্তান-চিন সীমান্তে এই ধনুশ আর্টিলারি গানস্ মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে৷

এই ধনুশ বন্দুকই হল দেশে তৈরি প্রথম সামরিক অস্ত্র যার রেঞ্জ ৩৮ কিমি৷ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানকে জবাব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনার বোফর্স৷

ধনুশ আর্টিলারি গানস্, উন্নতমানের এই অস্ত্র দিন হোক বা রাত, শত্রুকে টার্গেট করে গুঁড়িয়ে দিতে সক্ষম৷ এমনকি পার্বত্য এলাকাতেও সমান দক্ষতায় কাজ করতে পারবে এই দেশীয় অস্ত্র৷

প্রসঙ্গত, আগেই জানানো হয়েছিল, দেশীয় প্রযুক্তিতে তৈরি আর্টিলারি কামান ভারতীয় অর্ডিন্যান্স ফেক্টরি বোর্ডই তৈরি করেছে এই সমরাস্ত্র৷ যা ইথিমধ্যেই লেটার মার্কস নিয়ে পাশ করেছে আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্টের নির্ধারিত শর্তগুলিতে৷ ধনুশ একটি ১৫৫ মিলিমিটার, ৪৫ ক্যারিবার যুক্ত কামান৷

৪০ কিলোমিটার পাল্লার এই কামানে রয়েছে অ্যাডভান্স আর্টিলারি সিস্টেম৷ প্রায় ৪০০ টি ধনুশ তৈরির অর্ডার ইতিমধ্যেই রয়েছে তাদের কাছে ৷ যার মধ্যে প্রথম ধাপে ১৪৪টি কামান সেনার হাতে তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.