রাড়ছে করোনার উদ্বেগ, আরও এক জেলায় জারি হল সম্পূর্ণ লকডাউন

যেভাবে প্রত্যেকদিন করোনা সংক্রমণের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে কোনোভাবেই আশার আও দেখা যাচ্ছে না। কয়েকটি জেলা বা রাজ্য থেকে বেশি সংক্রমণের খবর আসছে। সেসব জায়গায় লকডাউনের (Lockdown) নিয়মও নতুন করে কড়া করা হচ্ছে।

তামিলনাড়ুর মাদুরাইতে (Madurai) ফের নতুন করে লকডাউন জারি করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ফের সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। বর্তমানে লকডাউন জারি আছে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গালপেট জেলায়।

মাত্র আট দিনেই দেশে তিন থেকে বেড়ে চার লক্ষে পৌঁছে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। লাগামছাড়া সংক্রমণে দিশাহীন বিশেষজ্ঞরা। আগামী কয়েকদিনে সংক্রমণ হু-হু করে বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। সোমবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ২৫ হাজার ২৮২। দেশে করোনায় মৃত বেড়ে ১৩ হাজার ৬৯৯।

দেশে করোনা সংক্রমণের রেকর্ড গতিতে ঘোরতর উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের, আক্রান্ত হয়েছেন ১৪,৮২১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩,৬৯৯ জনের

দেশের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি ছড়িয়েছে সংক্রমণ। সোমবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২০ হাজার ৭৫।

করোনায় সেরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১৭০। সাধারমণা নাগরিকদের পাশাপাশি মহারাষ্ট্রে পুলিশ বিভাগেও ব্যাপকভাবে ছড়িয়েছে সংক্রমণ। কয়েক হাজার পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি।

সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে রাজধানী দিল্লি। রাজধানীতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৭৪৬। দিল্লিতে করোনায় মৃত বেড়ে ২ হাজার ১৭৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.