SBI থেকে Bajaj Finance: মাত্র ১ বছরে টাকা দ্বিগুণ হয়েছে এই ৬ শেয়ারে

Multibagger Shares 2021: শেয়ার বাজারে টাকা রেখেও নিরাপদে তা দ্বিগুণ করা যায়। তাও মাত্র ১ বছরেই। তারই প্রমাণ দিল এই ৬টি শেয়ার। প্রতিটিই আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত। তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র মতো রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে বাজাজ ফিন্যান্সের মতো নামী বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানও। দেখে নিন গত এক বছরের এই ৬টি মাল্টিব্যাগার স্টক।

বাজাজ ফিনসার্ভ (Bajaj Finserv)ট্রেন্ডিং স্টোরিজ

এই নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার গত ১ বছরে ২০০%-এরও বেশি রিটার্ন দিয়েছে। ২০২১ সালেই এটি ১১০%-এরও বেশি রিটার্ন দিয়েছে। ফলে যাঁরা এতে অতি সম্প্রতিও টাকা রেখেছিলেন, তাঁদেরও বেশ ভালই লাভ হয়েছে।

চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিন্যান্স (Cholamandalam Investment & Finance)

এই শেয়ার গত ১ বছরে স্টক ১৫২% বেড়েছে। চলতি বছরেই এখনও পর্যন্ত ৫৬% বৃদ্ধি হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)

শেয়ার বাজারে দারুণ মুনাফার শেয়ার বলতে সচরাচর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম মাথায় আসে না। কিন্তু সঠিক সময়ে বিনিয়োগ করলে যে এতেও মুনাফা করা যায়, তারই প্রমাণ মিলল।

SBI-এর শেয়ার গত ১ বছরে ১৪২%-এরও বেশি রিটার্ন দিয়েছে। চলতি বছরেই এখনও পর্যন্ত ৮০% বৃদ্ধি হয়েছে।

বাজাজ ফিন্যান্স (Bajaj Finance)

এই শেয়ার গত ১ বছরে স্টক ১৪০% বেড়েছে। ২০২১ সালেই এটি ৪৮%-এরও বেশি রিটার্ন দিয়েছে।

পিরামাল এন্টারপ্রাইজ (Piramal Enterprises)

পিরামাল এন্টারপ্রাইজের শেয়ার গত ১ বছরে ১১৪%-এরও বেশি রিটার্ন দিয়েছে। চলতি বছরেই এখনও পর্যন্ত ৯৯% বৃদ্ধি হয়েছে।

শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স (Shriram Transport Finance)

এই শেয়ার গত ১ বছরে স্টক ১১৩% বেড়েছে। এর মধ্যে ৩৪% বেড়েছে ২০২১ সালে।

শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স একটি নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। মূলত বাণিজ্যিক যানবাহন ফিন্যান্সের ব্যবসা। পণ্য বহনকারী যানবাহন, যাত্রীবাহি বাণিজ্যিক যানবাহন, ট্রাক্টর এবং খামারের সরঞ্জাম, নির্মাণ সরঞ্জামের ফিন্যান্স করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.