ভারতের আম খাবে আমেরিকা, পরিবর্তে পাঠাবে শূকরের মাংস, চেরি

1/5ভারত থেকে আম এবং বেদানা আমদানিতে অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে সেই দেশ থেকে চেরি, আলফালফা ঘাস(পশুখাদ্য), শুকরের মাংস আনার অনুমোদন দিল নয়াদিল্লি। দুটি পৃথক বিবৃতিতে জানিয়েছে দুই দেশের সরকার। ছবি সূত্র : রয়টার্স, এডিট: হিন্দুস্তান টাইমস বাংলা (Via Reuters )

এই পরিকল্পনা '2 ভার্সেস 2 কৃষি বাজার অ্যাক্সেস' বাস্তবায়নের একটি অংশ। একদিকে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ। অন্যদিকে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ)-এর মধ্যে সম্প্রতি এই চুক্তি হয়। একটি বিবৃতিতে বাণিজ্য মন্ত্রক এ বিষয়ে জানিয়েছে। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
2/5এই পরিকল্পনা ‘2 ভার্সেস 2 কৃষি বাজার অ্যাক্সেস’ বাস্তবায়নের একটি অংশ। একদিকে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ। অন্যদিকে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ)-এর মধ্যে সম্প্রতি এই চুক্তি হয়। একটি বিবৃতিতে বাণিজ্য মন্ত্রক এ বিষয়ে জানিয়েছে। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
গত ২৩ নভেম্বর ২০২১-এ অনুষ্ঠিত ১২তম ভারত-মার্কিন বাণিজ্য নীতি ফোরাম (TPF) বৈঠক অনুসারে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
3/5গত ২৩ নভেম্বর ২০২১-এ অনুষ্ঠিত ১২তম ভারত-মার্কিন বাণিজ্য নীতি ফোরাম (TPF) বৈঠক অনুসারে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
বেদানা রফতানি চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলফালফা খড় এবং চেরিও সেই একই সময়ে আমদানি শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আম, বেদানার বেশ কদর রয়েছে। ভারতীয় আম তার স্বাদ, গন্ধ এবং তুলনামূলক সস্তা দামের জন্য গোটা বিশ্বে বিখ্যাত। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে এর বিপুল চাহিদা আছে, তা বলাই বাহুল্য। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
4/5বেদানা রফতানি চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলফালফা খড় এবং চেরিও সেই একই সময়ে আমদানি শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আম, বেদানার বেশ কদর রয়েছে। ভারতীয় আম তার স্বাদ, গন্ধ এবং তুলনামূলক সস্তা দামের জন্য গোটা বিশ্বে বিখ্যাত। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে এর বিপুল চাহিদা আছে, তা বলাই বাহুল্য। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
অন্যদিকে ভারতে সময়ের সঙ্গে ভালো মানের পর্কের চাহিদা বাড়ছে। রয়েছে চেরির চাহিদাও। ফলে সেটিও আমদানি হলে বেশ লাভজনক হবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5অন্যদিকে ভারতে সময়ের সঙ্গে ভালো মানের পর্কের চাহিদা বাড়ছে। রয়েছে চেরির চাহিদাও। ফলে সেটিও আমদানি হলে বেশ লাভজনক হবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.