হায়দরাবাদে দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষ : আহত কমপক্ষে ১২ জন যাত্রী, দুঃখপ্রকাশ রেলমন্ত্রীর

তেলেঙ্গানার হায়দরাবাদে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দু’টি ট্রেন| সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কাচেগুড়া রেল স্টেশনে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় দু’টি ট্রেনের| ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, কমপক্ষে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে ওসমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে|
রেল সূত্রের খবর, সোমবার সকালে কাচেগুড়া রেল স্টেশনে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় লিঙ্গমপল্লি-ফালাকনুমা মাল্টি-মডেল ট্রান্সপোর্ট সিস্টেম (এমএমটিএস) ট্রেন এবং কুর্নুল সিটি-সেকেন্দ্রাবাদ হান্ড্রি ইন্টারসিটি এক্সপ্রেস (১৭০২৮) ট্রেনের| জোরালো সঙ্ঘর্ষের জেরে লিঙ্গমপল্লি-ফালাকনুমা ট্রেনের তিনটি বগি এবং কুর্নুল সিটি-সেকেন্দ্রাবাদ হান্ড্রি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়| 
ক্ষতিগ্রস্ত হয় এমএমটিএস সার্ভিসের ছ’টি বগি এবং হান্ড্রি এক্সপ্রেসের তিনটি কামরা| দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান সাধারণ যাত্রী এবং রেল কর্মীরা| দুর্ঘনাস্থলে পৌঁছন রেলের উচ্ছপদস্থ আধিকারিকরা| রেল সূত্রের খবর, দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষে ১২ জন আহত হয়েছেন| সঙ্ঘর্ষের পরই কেবিনে আটকে পড়েন এমএমটিএস ট্রেনের পাইলট (চালক)| গুরুতর জখম হন তিনি, কেবিনের ভিতরেই অক্সিজেন সরবারহ করা হয় এবং গ্যাস কাটার দিয়ে কেবিন কেটে চালককে উদ্ধার করা হয়|
সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষে ১২ জন আহত হয়েছেন| ১২ জন যাত্রীকে উদ্ধার করে ওসমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়, তাঁদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| ক্ষতিগ্রস্ত হয়েছে এমএমটিএস ট্রেনের ছ’টি বগি এবং হান্ড্রি এক্সপ্রেসের তিনটি কামরা| এই রেল দুর্ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|’ 
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার সকালে কাচেগুড়া রেল স্টেশনে প্রথম থেকেই দাঁড়িয়েছিল কুর্নুল সিটি-সেকেন্দ্রাবাদ হান্ড্রি এক্সপ্রেস ট্রেন| সামনে থেকে ওই রেললাইনেই চলে আসে লিঙ্গমপল্লি-ফালাকনুমা ট্রেন| ফলে দু’টি ট্রেনের মধ্যে মুখোমুখি সঙ্ঘর্ষ হয়|
হায়দরাবাদে দু’টি ট্রেনের সঙ্ঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল| টুইট করে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘হায়দরাবাদে বেদনাদায়ক ট্রেন দুর্ঘটনার খবর পেলাম| সহায়তা এবং পর্যবেক্ষণের জন্য কর্তৃপক্ষকে তত্ক্ষণাত্ নির্দেশ দেওয়া হয়েছে| আহতদের চিকিত্সার ব্যবস্থা করেছে রেল|’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.