ভোপালের হাসপাতালের কামাল, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ১০ দিনেই সুস্থ হয়ে উঠলো রোগীরা!


মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালে (Bhopal) করোনার সঙ্কটের মধ্যে প্রথমবার হোমিওপ্যাথি পদ্ধতিতে (Homeopathic Process) করোনাকে হারানো সম্ভব হল। উল্লেখ্য, ১৩ মে করোনার হালকা লক্ষণ নিয়ে তিন রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই তিন রোগীর চিকিৎসা হোমিওপ্যাথির মাধ্যমে হয়। আর এই চিকিৎসা ভোপালের গভর্মেন্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে হয়েছে।

চিকিৎসার পর ওই তিন রোগীকে দশদিনের মাথায় পরীক্ষা করা হয়। পরীক্ষায় ওই তিন রোগীই সুস্থ আছে বলে জানা যায়। এরপর ওই তিন রোগীকে নতুন সরকারি গাইডলাইন অনুযায়ী হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।

ডাক্তাররা জানান, রোগীদের মধ্যে এক মহিলা ৪৫ বছর বয়সী আর দুই পুরুষ ৫৭ এবং ২৭ বছর বয়সী ছিলেন, তাদের ১৩ মে হোমিওপ্যাথি চিকিৎসালয়ে ভর্তি করানো হয়। এরপর হাসপাতালের ডাক্তাররা সফলতা পূর্বক হোমিওপ্যাথি ওষুধ (Bryonia alba 200, Arsenic album 200, Kali Carb 200, Pulsatilla 30) দ্বারা সুস্থ করে তোলেন আর ওই রোগীদের সরকারি গাইডলাইন অনুযায়ী ছুটি দিয়ে দেওয়া হয়।

হোমিওপ্যাথি হাসপাতালের ডাক্তার অনুযায়ী, করোনা পজেটিভ রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন ছাড়া হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়। ডাক্তারদের অনুযায়ী, করোনার প্রথম পর্যায়েই চিকিৎসা করে ভাইরাস দূর করা সম্ভব হয়েছে। হাসপাতালের সুপার ডঃ সুনীতা তোমার বলেন, প্রশাসন থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, করোনার হালকা লক্ষণ বিশিষ্ট রোগীদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেওয়া হয়। আর এখন তাঁর সম্পূর্ণ সুস্থ এবং তাদের হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.