নদীকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তরুণী। প্রাণ বাঁচালেন এক পথচারী। বুঝিয়ে-সুঝিয়ে সেতুর রেলিং থেকে তরুণীকে নামিয়ে আনলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিলাসপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাতের অন্ধকারে নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে বিলাসপুরের অর্পা নদীর উপর দিয়ে যাওয়া একটি সেতুর রেলিংয়ে চড়েন এক তরুণী। ঠিক করেছিলেন নদীতে ঝাঁপ দেবেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন পথচারী এক যুবক। তরুণীকে ওই অবস্থায় দেখে থমকে যান তিনি। তরুণীকে লাফ না দেওয়ার জন্য বোঝাতে শুরু করেন। আরও কয়েক জন ঘটনাস্থলে উপস্থিত হন। ভিড় জমে যায়। এর পর ওই তরুণীর কাছে গিয়ে হ্যাঁচকা টানে তাঁকে নামিয়ে আনেন সেতুর রেলিং থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে ঝগড়ার কারণে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই তরুণী।
মিনিটখানেকের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হরীশ তিওয়ারি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার পথচারী যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘আত্মহত্যা সমস্যার সমাধান নয়। সব পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে। যুবককে কুর্নিশ, যিনি ঠান্ডা মাথায় তরুণীর প্রাণ বাঁচিয়েছেন।’’

