আইপিএল নিলামের ঠিক আগে নিজের ‘দর’ বাড়িয়ে নিলেন শ্রেয়স আয়ার। মুস্তাক আলি ট্রফিতে শনিবার শ্রেয়স খেললেন ৫৭ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ককে এ বার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে রয়েছে শ্রেয়সের নাম। নিলামের আগের দিন তিনি দেখিয়ে দিলেন কেমন ফর্মে রয়েছেন।
সৌদি আরবের জেড্ডায় রবিবার এবং সোমবার হবে আইপিএলের নিলাম। সেরা দল গড়তে পছন্দের ক্রিকেটারদের কিনবে ১০টি দল। ঠিক আগের দিনই দল মালিকদের বার্তা দিয়ে রাখলেন শ্রেয়স। শনিবার গোয়ার বিরুদ্ধে ১৩০ রানের আগ্রাসী ইনিংস খেললেন মুম্বইয়ের ব্যাটার। হায়দরাবাদের ২২ গজে তাঁর ব্যাট থেকে এল ১০টি করে চার এবং ছক্কা। তাঁর দাপুটে ইনিংসের সুবাদে গোয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৪ উইকেটে ২৫০ রান করেছে মুম্বই। গোয়ার কোনও বোলারই শ্রেয়সের আগ্রাসী ক্রিকেট থামাতে পারেননি। শ্রেয়স ছাড়া শামস মুলানি ৪১ এবং পৃথ্বী শ ৩৩ রান করেছেন।
শুধু সাদা বলের ক্রিকেট নয়। লাল বলের ক্রিকেটেও ফর্মে রয়েছেন শ্রেয়স। রঞ্জি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে ২৩৩ এবং মহারাষ্ট্রের বিরুদ্ধে ১৪২ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ফর্মে থাকা শ্রেয়স আইপিএলের যে কোনও দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে পারেন। কেকেআর ছাড়া দিল্লি ক্যাপিটালসকেও অতীতে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটারকে নিতে আগ্রহী আইপিএলের একাধিক দল। জেড্ডার নিলামে তাঁকে ঘিরে টাকার লড়াই হতে পারে দলগুলির মধ্যে। শনিবারের ১৩০ রানের ইনিংস সেই লড়াইকে আরও তীব্র করতে পারে।