গোল করেও আল নাসেরকে জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ান রোনাল্ডো। এগিয়ে থেকেও সৌদি প্রো লিগের ম্যাচে আল কাদিসিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে গেলেন রোনাল্ডোরা। যদিও গোটা ম্যাচে দাপট ছিল রোনাল্ডোদেরই।
একের পর এক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল আল নাসেরকে। ৬৬ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখে এবং গোল লক্ষ্য করে ২০টি শট নিয়েও জিততে পারল না তারা। অথচ আল কাদিসিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আল নাসের ফুটবলারদের। ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। কিন্তু রক্ষণের ভুলে সুবিধা ধরে রাখতে পারেনি আল নাসের। ৫ মিনিট পরেই আল কাদিসিয়ার হয়ে সমতা ফেরান জুলিয়ান কুইনোনস।
প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। যদিও গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েছিলেন আল নাসের ফুটবলারেরা। ম্যাচের ৫০ মিনিটে কিছুটা খেলার গতির বিপরীতে হেড দিয়ে গোল করে যান আল কাদিসিয়ার পিয়েরে এমেরিক। এর পর আগ্রাসী ফুটবল খেলেও লাভ হয়নি। মূলত আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় সমতা ফেরাতে পারেনি রোনাল্ডোর দল।
শুক্রবারের হারের ফলে আল নাসেরের সৌদি প্রো লিগ জয়ের সম্ভাবনা আরও কমল। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আল নাসের। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। শীর্ষে রয়েছে আল হিলাল। ১০টি ম্যাচ খেলে ২৮ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তেহাদও ১০টি ম্যাচ খেলেছে। তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। গোল পার্থক্যে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আল শাবাব এবং আল কাদিসিয়া। আল নাসেরের মতো তাদেরও ১১টি ম্যাচ খেলে সংগ্রহ ২২ পয়েন্ট। গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে দুই ক্লাব।