টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। শনিবার পার্থে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলার ফাঁকেই গড়েছেন নতুন রেকর্ড। ব্রেন্ডন ম্যাকালামের ১০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ভারতের তরুণ ওপেনার।
শনিবার যশস্বীর ব্যাট থেকে এসেছে দু’টি ছক্কা। ভারতীয় ইনিংসের ৪৭তম ওভারে প্রথম ছক্কা মেরে যশস্বী ছুঁয়ে ফেলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে। আর ৫২তম ওভারের চতুর্থ বলে নাথান লায়নকে ছয় মেরে ম্যাকালামকে টপকে নতুন নজির গড়লেন তিনি। টেস্ট ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটারের নাম এখন যশস্বী। ২০১৪ সালে ম্যাকালাম টেস্ট ক্রিকেটে মোট ৩৩টি ছক্কা মেরেছিলেন। শনিবার পর্যন্ত যশস্বী ২০২৪ সালে মারলেন ৩৪টি ছয়। গড়লেন নতুন রেকর্ড। তবে ম্যাকালাম ৩৩টি ছয় মেরেছিলেন ন’টি টেস্ট খেলে। যশস্বী বছরের ১২তম টেস্টে ইংল্যান্ডের টেস্ট দলের কোচকে টপকে গেলেন।
টেস্ট ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি ২০২২ সালে ২৬টি ছয় মেরেছিলেন। যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট এবং বীরেন্দ্র সহবাগ। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ২০০৫ সালে ২২টি ছয় মেরেছিলেন। ভারতের প্রাক্তন ওপেনার টেস্টে ২২টি ছয় মেরেছিলেন ২০০৮ সালে।