দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : যাত্রীবোঝাই বেসরকারি বাস উল্টে হাওড়ায় মৃত্যু হল একজনের। জখম বহু যাত্রী। তাঁদের মধ্যে ১৯ জনের আঘাত গুরুতর। মৃত ব্যক্তি ওই বাসের কন্ডাক্টর বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ডোমজুড় হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশসূত্রে জানা গেছে, হুগলির রাজবল্লভহাট থেকে হাওড়া আসছিল বাসটি। প্রচণ্ড গতিতে ছোটার সময় ডোমজুড় গ্রামীণ হাসপাতালের কাছে এসে রাস্তার হাম্পে ধাক্কা লেগে বাসটির যন্ত্রাংশ ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তখন সামনে থাকা একটি দুধের গাড়িকে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস কন্ডাক্টরের।
সকালবেলা রাস্তা ছিল মোটের উপর ফাঁকা। বিকট আওয়াজ পেয়ে ছটে আসেন এলাকার মানুষ। তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান। পরে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে। আহত যাত্রীদের ডোমজুড় হাসপাতালে ভর্তি করা হয়। যাদের আঘাত গুরুতর তাঁদের পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। এখন সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরেই পালিয়ে গেছে বাসের চালক। তার খোঁজে তল্লাশি চলছে।