অনাস্থা বিতর্ক সরাসরি: নিজেদের নাম দিতে গিয়ে ভারতের টুকরো করেছেন বিরোধীরা! নয়া তত্ত্ব মোদীর

লোকসভায় বিকেলে অনাস্থা-বিতর্কে জবাবি বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৮:১৬ key status

এই বিরোধী জোটের সবাই প্রধানমন্ত্রী হতে চান: মোদী

বিরোধী জোট নিয়ে আবার কটাক্ষ মোদীর। বললেন, এক এক রাজ্যে এরা নিজেরাই একে অপরের বিরোধী। অথচ কেন্দ্রে এরাই একে অপরের হাত ধরে কেন্দ্রের বিরোধিতা করছে।  বিরোধী ঐক্যকে কটাক্ষ করে মোদী বললেন, এই জোটের সবাই প্রধানমন্ত্রী হতে চান। 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৮:১০ key status

নিজের নাম বাঁচাতে ভারতের টুকরো করে দিয়েছে বিরোধীরা: মোদী

বিরোধী জোটের নতুন নামকরণ নিয়ে কটাক্ষ মোদীর। বললেন, নতুন নাম রাখতে গিয়ে ভারতের টুকরো টুকরো করে দিয়েছেন বিরোধীরা। মোদীর ব্যাখ্যা, বিরোধীদের নতুন নামের প্রতিটি অক্ষরের পরে একটি করে ডট বসিয়ে দেওয়া হয়েছে। আই ডট এন ডট ডি ডট আই ডট এ (I.N.D.I.A)। এমনকি, এর মধ্যে এনডিএ-র এন, ডি আর এ অক্ষরটিও চুরি করেছে বিরোধীরা। 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৮:০৬ key status

লোকসভায় মণিপুর স্লোগান বিরোধী জোট ‘ইন্ডিয়া’র

মোদীর বক্তৃতা চলাকালীন লোকসভায় মণিপুর স্লোগান বিরোধী জোট ‘ইন্ডিয়া’র। মোদী বললেন, আপনারা স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন। 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:৫৬ key status

বিরোধীদের অদ্ভুত চৌম্বকশক্তি আছে: মোদী

বিরোধীদের আরও এক ক্ষমতার কথা বললেন মোদী। সংসদে বললেন, ওঁদের এক অদ্ভুত চৌম্বকশক্তি আছে। ভারতের নামে দুনিয়ায় যে যেখানে যা-ই নেতিবাচক বলুন, তা ওঁরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেন। শুধু তা-ই নয়, সেই অভিযোগ যত ছোটই হোক না কেন, তার হয়ে প্রচারও চালান।

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:৫০ key status

আমাদের সরকার দেশকে বিশ্বে শীর্ষ পাঁচের তালিকায় টেনে তুলেছে : মোদী

কংগ্রেসের সময় ভারতীয় অর্থনীতি বিশ্বে ১১ কিংবা ১২ নম্বরে ছিল। আমাদের সরকার দেশকে বিশ্বে শীর্ষ পাঁচের তালিকায় টেনে তুলেছে, বললেন মোদী। ওঁরা হয়তো ভাবেন, এ সব এমনি এমনি হচ্ছে। যেমন ওঁরা নিজেদের শাসনকালে বসে থাকতেন, আর ভাবতেন সব নিজে থেকে হয়ে যাবে। কিন্তু আমরা যা করেছি, তা সম্ভব হয়েছে কঠোর শৃঙ্খলা এবং পরিশ্রমের মাধ্যমে।   

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:৪৪ key status

বিরোধীদের ক্ষমতা: মোদীর তিন উদাহরণ

প্রতিরক্ষা বাহিনীর জন্য হেলিকপ্টার বানাতো এইচএএল, সেই সংস্থা বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল এই বিরোধীরা। সেই এইচএএল এখন আরও উন্নতি করে ফুলে ফেঁপে উঠেছে। এরা এলআইসির নামে খারাপ কথা বলেছিল। সেই এলআইসিও সঙ্কট কাটিয়ে উঠেছে। ২০১৮ সালে এঁরা আমাদের সরকার পড়ে যাবে বলেছিল। তার পর আরও বেশি ভোট পেয়ে আমাদের সরকার আবার ক্ষমতায় এসেছে।  

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:৪১ key status

বিরোধীরা এক অদ্ভুত বর পেয়েছেন: মোদী

সংসদে মোদী বললেন, ‘‘আপনাদের একটা গোপন কথা বলি, ঈশ্বরের কাছে এক অদ্ভুত বর পেয়েছেন বিরোধীরা। ওঁরা যাঁদেরই খারাপ চেয়েছেন, তাদেরই ভাল হয়েছে।’’ তিনটি উদাহরণ দিয়ে বললেন মোদী। 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:৩৬ key status

কালো কাপড় পরে সংসদ ভবনে এসে ভাল করেছেন : বিরোধীদের বললেন মোদী

দুনিয়া জুড়ে ভারতের ধন্য ধন্য হচ্ছে তাতে নজর না লেগে যায় তার ব্যবস্থা করেছেন বিরোধীরাই। মোদী বললেন, বিরোধীরা কালো কাপড় পরে এসে ভারতের গায়ে কালো টিকা লাগিয়ে দিয়েছেন।

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:৩১ key status

ভগবানের ইচ্ছেয় বিরোধীরা এই অনাস্থা বিতর্ক শুরু করল

মোদী বললেন, ‘‘ভগবান চান এনডিএ ২০২৪ সালেও সরকার গঠন করুক ভারতে। তার জন্যই তিনি বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মধ্যে দিয়ে এই সুযোগ করে দিয়েছেন আমাদের।’’

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:২৪ key status

অধীর প্রসঙ্গে বিরোধী জোটের ঐক্যকে কটাক্ষ মোদীর

অধীর চৌধুরীকে অনাস্থা বিতর্কে বলতে দেওয়া হয়নি কেন? প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানতে চাইলেন, ‘‘কলকাতা থেকে কি কোনও বিশেষ ফোন এসেছিল? তার জন্যই কি তাঁকে এই বিতর্কে সরিয়ে রাখা হল?’’ বিরোধী জোটের ঐক্যকে পরোক্ষে কটাক্ষ করে মোদী বললেন, ‘‘আমি অধীর বাবুর প্রতি সমবেদনা জানাচ্ছি।’’ 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:২০ key status

বিরোধীদের একটাই খিদে: মোদী

‘‘গরীবদের খিদে নিয়ে বিরোধীরা ভাবেন না’’, বললেন মোদী। তাঁর মন্তব্য, ‘‘বিরোধীদের একটাই চিন্তা আর খিদে, সেটা হল ক্ষমতার খিদে’’। প্রধানমন্ত্রী বলেন, যাঁদের নিজেদের বই-খাতার ঠিক নেই, তাঁরা আমাদের হিসাব নিচ্ছেন। 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:১৩ key status

শুরু হল মোদীর বক্তৃতা

‘‘বার বার আমাদের সরকারের উপর আস্থা প্রকাশ করেছেন মানুষ’’, বললেন মোদী। একই সঙ্গে প্রধানমন্ত্রী বললেন, ‘‘অনাস্থা প্রস্তাব আসলে বিরোধীদের অ্যাসিড টেস্ট।’’ 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৭:০৪ key status

লোকসভায় এলেন রাহুল

একটু পরেই জবাবি বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। লোকসভায় এলেন রাহুল গান্ধী। 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৬:১২ key status

একটু পরেই প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ

একটু পরেই অনাস্থা-বিতর্কে জবাবি বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৬:০৬ key status

সনিয়া, রাহুলের বিরুদ্ধে অভিযোগ রাজ্যবর্ধনের

সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে তদন্ত করা উচিত বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠৌর। তাঁর অভিযোগ, ‘‘কমিউনিস্ট পার্টি অফ চিনের সদস্যদের সঙ্গে দেখা করতে বেজিং গিয়েছিলেন সনিয়া এবং রাহুল গান্ধী।’’

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৫:৫৪ key status

উত্তর-পূর্বকে বিশ্বের সঙ্গে জুড়েছেন মোদী, মণিপুর প্রসঙ্গে জ্যোতিরাদিত্য

মণিপুর প্রসঙ্গে জ্যোতিরাদিত্য শিন্ডে বলেন, ‘‘গতকাল রাহুল গান্ধী বলেছিলেন, প্রধানমন্ত্রীর কাছে মণিপুর ভারতের অংশ নয়। সকলকে বলতে চাই যে, উত্তর-পূর্বকে বিশ্বের সঙ্গে জুড়েছেন প্রধানমন্ত্রী।’’

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৫:৪১ key status

বিরোধীদের আক্রমণ জ্যোতিরাদিত্যের

মণিপুর নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন জ্যোতিরাদিত্য শিন্ডে। তিনি বলেন, ‘‘মণিপুর নিয়ে সংসদের বাইরে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তবুও ওঁরা (বিরোধী) বলেছেন, সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত। ওঁরাই (বিরোধী) ১৭ দিন ধরে সংসদে অচলাবস্থা তৈরি করেছেন।’’

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৫:২৬ key status

কক্ষত্যাগ বিরোধীদের

বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য শিন্ডের ভাষণের সময় কক্ষত্যাগ করলেন বিরোধী সাংসদেরা।  শিন্ডে বলেন, ‘‘নিজেদের অনাস্থা প্রস্তাবেই আস্থা নেই বিরোধীদের। এখন নিজেরাই কক্ষত্যাগ করছেন।’’ বিকেল ৪টেয় প্রধানমন্ত্রীর জবাবি-বক্তৃতা।

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৫:১০ key status

অধীরের পর বক্তৃতা শুরু করলেন জ্যোতিরাদিত্য

অধীর চৌধুরীর পর অনাস্থা-বিতর্কে লোকসভায় বক্তৃতা শুরু করলেন বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য শিন্ডে। লোকসভায় বিরোধীদের হট্টগোল। 

timer শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৫:০৬ key status

প্রধানমন্ত্রী এখন ‘নীরব’ মোদী: অধীর

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। বললেন, ‘‘মণিপুর ঘুরে এসে আমার মনে হয়েছে নীরব মোদী দেশ ছেড়ে পালাননি। কারণ প্রধানমন্ত্রী এখন ‘নীরব’ মোদী হয়ে গিয়েছেন।’’ অধীরের এই বক্তব্যের বিরোধিতা করেন এনডিএ সাংসদেরা। লোকসভায় হট্টগোল। অধীরকে ক্ষমা চাইতে হবে, দাবি শাসক শিবিরের। অধীরের ওই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেন স্পিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.