এরাজ্যের প্রতিটি বুথকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করার দাবি তুলেছে বিজেপি। এমন পরিস্থিতিতে রাস্তায় রাস্তায় টহলদারি চালাতে আজই উত্তর দিনাজপুর জেলার উত্তেজনাপ্রবণ ব্লক চোপড়ায় প্রবেশ করল কেন্দ্রীয় বাহিনী। টহল দেওয়া শুরু করল চোপড়ার
লক্ষ্মীপুর, দাসপাড়া গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামের রাস্তায়।
আগামী ১৮ এপ্রিল রায়গঞ্জ লোকসভার ভোট। এছাড়াও ওই দিনই দার্জিলিং লোকসভার ভোটও রয়েছে। দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়া বিধানসভা কেন্দ্রটি উত্তর দিনাজপুর জেলার মধ্যে রয়েছে। এই চোপড়া বিধানসভা ক্ষেত্রটি বরাবরই উত্তেজনাপ্রবন বলে চিহ্নিত। বিগত পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে চলতি মাস পর্যন্ত দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে চোপড়া ব্লক। বিভিন্ন দলের বেশ কয়েকজন কর্মীর মৃত্যুর ঘটনাও ঘটেছে চোপড়াতে। চরম উত্তেজনাপ্রবন এলাকা হওয়ার কারণে এক কোম্পানীর কেন্দ্রীয় বাহিনী জেলায় প্রবেশ করতেই তারা চোপড়া ব্লকের উত্তেজনাপ্রবন এলাকাগুলিতে টহলদারি দেওয়া শুরু করেছে।