ফিটনেস নিয়ে আপোষ নয়। বিরাট কোহলি (Virat Kohli) টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক থাকার সময় বারবার এটা বলে আসতেন। তবে মুখ্য জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান (Chief Selector) চেতন শর্মা (Chetan Sharma) অবশ্য বিসিসিআই (BCCI) ও ভারতীয় ক্রিকেটকে নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরলেন। জি নিউজের (Zee News) বিশেষ অনুষ্ঠান #গেমওভার-এর (#GameOver) চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্য জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান। লুকনো ক্যামেরার সামনে চেতনের আরও দাবি এই র্যাকেটের সঙ্গে টিম ইন্ডিয়ার একাধিক তারকা জড়িয়ে রয়েছেন। এই ইস্যু নিয়ে বলতে গিয়ে চেতনের মুখে চলে আসে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোটের প্রসঙ্গ। এমনকি তাঁর বিস্ফোরক দাবি, একাধিক তারকা ক্রিকেটার জাতীয় দলে ঢোকার জন্য বেআইনিভাবে ওষুধ সেবন করেন!
তিনি বলেন, “ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর বুমরার কোনও সমস্যা হয়নি। তবে দ্বিতীয় ম্যাচের আগে থেকেই বুমরার ব্যথা বাড়তে থাকে। ওর চোট বাড়লেও শুধু দলের থাকা ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বুমরা চোট লুকিয়ে রেখেছিল। দ্বিতীয় ম্যাচের শেষে আমি দলের একজন আমাকে মেসেজ করে জানায় যে বুমরার ফের একবার এমআরআই করাতে হবে।”