৫০-১০০ বছরের মধ্যে ভারতে ইসলামি শাসন, রাম মন্দির ভেঙে ফের মসজিদ হবে: মওলানা রশিদি op

রাম মন্দির নির্মাণে মোটেও খুশি নয় মুসলিম সমাজ। বিভিন্ন লাইভ টিভি ডিবেটে সে কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে দেখা যায় মওলানা, মৌলবিদের। যতই সুপ্রিম কোর্ট নির্দেশ দিক না কেন, মুসলিম সমাজ রাম মন্দিরকে মেনে নিতে নারাজ। নিজের অখুশি প্রকাশ করতে গিয়েই সাজিদ রাশিদি নামের এক মওলানা বসে বসলেন, ‘রাম মন্দির ভেঙে ফের মসজিদ তৈরি করবে মুসলিমরা’। শুধু তাই নয়, আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে দেশে ইসলামি শাসন কায়েম হবে বলেও মন্তব্য করেন তিনি।

সারা ভারত ইমাম সংগঠনের প্রধান মওলানা সাজিদ রশিদি বলেন, ‘ভারতে ৫০ থেকে ১০০ বছরের মধ্যে আবারও মুসলিম শাসন কায়েম হবে। আর তখনই রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি করা সম্ভব হবে। মুসলমান সমাজ রাম মন্দির নিয়ে চুপ থাকবে না।’ রশিদির এই মন্তব্য ভারতের বিচার ব্যবস্থাকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কারণ রাম মন্দির তৈরি হচ্ছে শীর্ষ আদালতের নির্দেশেই। তাই সেই মন্দির ভেঙে আবার মসজিদ তৈরির কথা বলা মানে শীর্ষ আদালতকেই অবমাননা করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মওলানা সাজিদ রশিদি আরও বলেন, ‘আজ মুসলমান সমাজ চুপ আছে। আমাদের পরবর্তী প্রজন্ম চুপ থাকবে না। ৫০ থেকে ১০০ বছর পর ইতিহাস তাদের সামনে আসবে। তারা জানবে তাদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। হতে পারে সেই সময় কোনও মুসলিম শাসক থাকবে, বা কোনও মুসলিম বিচারপতি অথবা কোনও মুসলিম শাসনও চলতে পারে ভারতে। তাহলে তখন কি এই ইতিহাসের উপর নির্ভর করে মন্দির ভেঙে মসজিদ তৈরি হবে না? অবশ্যই হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.