1/6বায়ার্ন মিউনিখ যেন স্বপ্নের ছন্দে রয়েছে। টানা দশ বার বুন্দেশলিগা জিতে নিল তারা।
2/6শনিবার তারা বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে আরও এক বার জার্মান ফুটবল লিগের সেরা হল।3/6শনিবার ৩-১ ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডকে হারায় বায়ার্ন। এর ফলে তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বায়ার্ন।দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়ার থেকে ১২ পয়েন্টে এগিয়ে গেল বায়ার্ন।4/6এই বারের বুন্দেশলিগায় ৩১টি ম্যাচ খেলে ২৪টি জিতেছে বায়ার্ন। বাকি তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেলে বায়ার্ন গত মরশুমে নিজেদের ৭৮ পয়েন্টকে টপকে যাবে।5/6এ বার মাত্র চারটি দলের কাছে হেরেছে বায়ার্ন। মাত্র তিনটি ম্যাচ তারা ড্র করে।6/6বায়ার্নের হয়ে সের্জি ন্যাব্রি এবং রবার্ট লেওয়ানডোস্কি প্রথমার্ধেই গোল করেন। দ্বিতীয়ার্ধে এমরি ক্যান পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। ৮৭ মিনিটে জামাল মুসিয়ালা বায়ার্নের তৃতীয় গোল করেন।