পশ্চিমবঙ্গ এখন পি এফ আইয়ের অন্যতম নিশানা, সামাজিক ডামাডোলের সুযোগ নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে ওই ভয়ঙ্কর জেহাদি সংগঠন, মালদা, মুর্শিদাবাদ তো বটেই, হাওড়াতেও শেকড় ছড়াচ্ছে জেহাদিরা, জায়গায় জায়গায় পোস্টার ঘিরে আতঙ্ক

বলাই বাহুল্য কেরালায় কয়েক বছর ধরে জেহাদি সংগঠন পি এফ আইয়ের গতিবিধি দেখা যাচ্ছে পুরোদমে। শুধু তাই নয়, দক্ষিণী রাজ্যটির সীমানা ছাড়িয়ে উত্তর প্রদেশ ও রাজস্থানে ও ওই সংগঠন নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে।

ইতিমধ্যে রাজস্থান সরকার ও বা P F I কে রাজস্থানে মিটিং , মিছিল , সমাবেশ অনুমতি দিয়েছে। এবার ওই সংগঠন নিজেদের জাল ছড়াচ্ছে পশ্চিম বাংলায় ও।

সূত্রের খবর , মালদা(Malda) , মুর্শিদাবাদ (Murshidabad) , দিনাজপুর (Dinajpur) , বীরভূম (Birbhum) , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় (North and South 24 parganas) ওই সংগঠন ব্যাপকভাবে জাল বিস্তার করতে চাইছে। ইতিমধ্যে যুদ্ধের সাজে তারা মিছিল ও করেছে।

এদিকে P F I ন্যাশনাল সেক্রেটারি মোহম্মদ সাফিক ভারতের হিন্দুত্ববাদী শক্তি কে দেশের ‘ ক্যান্সার ‘ বলে চিহ্নিত করে মন্তব্য করেছে। এই P F I কোনো রাখ ঢাক না রেখে খোলাখুলিই পাকিস্তান (Pakistan) , তালিবান (Taliban) , ইসলামিক স্টেট (Islamic State) , আল-কায়দার সমর্থন করে এসেছে ও এখনো করছে।

এদিকে একটি স্বীকৃত জেহাদি সংগঠন যারা বিনা দ্বিধায় মুক্ত কণ্ঠে ভারতকে ইসলামিক রাষ্ট্র (Islamic Nation) বানিয়ে হিন্দু (H i n d u) তথা অমুসলিম (N o n M u s l i m s) নিধনের কথা বলে , কি করে প্রকাশ্যে শক্তির জানান দিয়ে যাচ্ছে এই নিয়েই চর্চা ও বিতর্ক এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.