বলাই বাহুল্য কেরালায় কয়েক বছর ধরে জেহাদি সংগঠন পি এফ আইয়ের গতিবিধি দেখা যাচ্ছে পুরোদমে। শুধু তাই নয়, দক্ষিণী রাজ্যটির সীমানা ছাড়িয়ে উত্তর প্রদেশ ও রাজস্থানে ও ওই সংগঠন নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে।
ইতিমধ্যে রাজস্থান সরকার ও বা P F I কে রাজস্থানে মিটিং , মিছিল , সমাবেশ অনুমতি দিয়েছে। এবার ওই সংগঠন নিজেদের জাল ছড়াচ্ছে পশ্চিম বাংলায় ও।
সূত্রের খবর , মালদা(Malda) , মুর্শিদাবাদ (Murshidabad) , দিনাজপুর (Dinajpur) , বীরভূম (Birbhum) , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় (North and South 24 parganas) ওই সংগঠন ব্যাপকভাবে জাল বিস্তার করতে চাইছে। ইতিমধ্যে যুদ্ধের সাজে তারা মিছিল ও করেছে।
এদিকে P F I ন্যাশনাল সেক্রেটারি মোহম্মদ সাফিক ভারতের হিন্দুত্ববাদী শক্তি কে দেশের ‘ ক্যান্সার ‘ বলে চিহ্নিত করে মন্তব্য করেছে। এই P F I কোনো রাখ ঢাক না রেখে খোলাখুলিই পাকিস্তান (Pakistan) , তালিবান (Taliban) , ইসলামিক স্টেট (Islamic State) , আল-কায়দার সমর্থন করে এসেছে ও এখনো করছে।
এদিকে একটি স্বীকৃত জেহাদি সংগঠন যারা বিনা দ্বিধায় মুক্ত কণ্ঠে ভারতকে ইসলামিক রাষ্ট্র (Islamic Nation) বানিয়ে হিন্দু (H i n d u) তথা অমুসলিম (N o n M u s l i m s) নিধনের কথা বলে , কি করে প্রকাশ্যে শক্তির জানান দিয়ে যাচ্ছে এই নিয়েই চর্চা ও বিতর্ক এখন তুঙ্গে।