‘মানুষ বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যাচ্ছেন’, সেই গল্পই বলবে সুরঞ্জন দে’র ‘রিলেশনশিপ’

1/5এতদিন শর্ট ফিল্ম তৈরি করেছেন। এবার পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করতে চলেছেন সুরঞ্জন দে। সম্প্রতি তাঁর প্রথম ছবি ‘রিলেশনশিপ’-এর মহরত হল। মহরতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সন্তুবাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য, শিল্পী মধুপর্ণা গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী মৌবনী সরকার।

ছবির কাহিনি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, মানুষ বাঁচেন মনের অন্তরালে। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল 'সম্পর্ক'। যে মানুষের সম্পর্কের বন্ধন যত সুদৃঢ়, তাঁর জীবন ততই সফল। কোনও মানুষ একা ভালোভাবে বাঁচতে পারেন না। কিন্তু যত দিন যাচ্ছে, বোধহয় এক-একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাচ্ছেন মানুষ। পরিবারের সদস্যদের মধ্যে এই দূরত্ব এবং ব্যবধানের ভিত্তিতেই 'রিলেশনশিপ' তৈরি হচ্ছে। পরিচালক নিজেই লিখেছেন এই ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ।
2/5ছবির কাহিনি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, মানুষ বাঁচেন মনের অন্তরালে। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল ‘সম্পর্ক’। যে মানুষের সম্পর্কের বন্ধন যত সুদৃঢ়, তাঁর জীবন ততই সফল। কোনও মানুষ একা ভালোভাবে বাঁচতে পারেন না। কিন্তু যত দিন যাচ্ছে, বোধহয় এক-একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাচ্ছেন মানুষ। পরিবারের সদস্যদের মধ্যে এই দূরত্ব এবং ব্যবধানের ভিত্তিতেই ‘রিলেশনশিপ’ তৈরি হচ্ছে। পরিচালক নিজেই লিখেছেন এই ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ।
সিনেমায় আছেন অঙ্কিতা মুখোপাধ্যায়, ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়, বনশ্রী দে এবং ভানুভূষণ খাটুয়ারা। নতুন মুখ হিসেবে আছেন সৃজা মাইতি, বিশ্বজিৎ পাল, মণিময় সাহু, রোজি পিয়ালি দাস, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, সৌম্যদেব খাটুয়া, দেবলীনা খাটুয়া, সুপর্ণা ওঝারা।
3/5সিনেমায় আছেন অঙ্কিতা মুখোপাধ্যায়, ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়, বনশ্রী দে এবং ভানুভূষণ খাটুয়ারা। নতুন মুখ হিসেবে আছেন সৃজা মাইতি, বিশ্বজিৎ পাল, মণিময় সাহু, রোজি পিয়ালি দাস, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, সৌম্যদেব খাটুয়া, দেবলীনা খাটুয়া, সুপর্ণা ওঝারা।
ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে থাকবেন আকাশদেব। তরুণ ভট্টাচার্য এই ছবির সংগীত পরিচালনা করবেন।
4/5ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে থাকবেন আকাশদেব। তরুণ ভট্টাচার্য এই ছবির সংগীত পরিচালনা করবেন।
চলতি মাসের শেষ সপ্তাহে কয়েকদিনের শুটিং হবে কলকাতার আশপাশের অঞ্চলে। দক্ষিণ ভারত, মুম্বই এবং গোয়ায় শুটিংয়ের পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন পরিচালক।
5/5চলতি মাসের শেষ সপ্তাহে কয়েকদিনের শুটিং হবে কলকাতার আশপাশের অঞ্চলে। দক্ষিণ ভারত, মুম্বই এবং গোয়ায় শুটিংয়ের পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.