কয়েকদিন আগেই ধর্মান্তকরণের মূল পান্ডা মৌলানা কালীম সিদ্দিকী ধরা পরে উত্তরপ্রদেশে পুলিশ (U P) এর এ টি এসের হাতে। আরব দেশ ও পাকিস্তান (Pakistan) থেকে কোটি কোটি টাকা সাহায্য নিয়ে ধর্মান্তকরণের সিন্ডিকেট চালাতো এই মৌলবী। তাঁকে এবার জেরা করে আরো অনেক তথ্য পেলো এ টিএস।
তার বয়ানের ভিত্তিতেই ধরা পড়লো ইদ্রিস, আতিফ ও সালীম।
এই তিন জন ছিল এই সিন্ডিকেটের (syndicate)তিন বড় মাথা যাদের দিয়ে পুরো কাজটা উদ্ধার করতো মৌলবী। ধৃতরা জানায় যে বাহরিন্ ও পাকিস্তান থেকে তার সংস্থা ফান্ড তো পেতই , এছাড়া বিভিন্ন এন জি ও ( NGO) ও ট্রাস্টের (trust) মধ্যে দিয়ে তারা আরো কুড়ি কোটি টাকা(Rs 20 crores) বিদেশ থেকে রোজগার করেছে। এর মধ্যে আতিফ বেশ কয়েকবার রাশিয়াতেও ঘুরে এসেছে সংগঠনের কাজে।
এদিকে ধৃত সালীম, ইদ্রিস ও আতিফের বয়ানের মাধ্যমে Anti Terrorist Squad বা এ টি এস (A T S) নয়ডা (Noida) থেকে গ্রেফতার করেছে সাইন ল্যাঙ্গুয়েজের। ইন্টারপ্রেটার ইরফান শেখকে ধরার পর গুজরাট (Gujrat) থেকে ধরা পড়ে ব্যাবসায়ী সালাহউদ্দিন জামিউদ্দিন ও একই সাথে ধরা পড়ে মুম্বাইয়ের প্রভাবশালী চিকিৎসক ডাক্তার ফিরোজ শাহ।