উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তে ও দিল্লী থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত ঐতিহ্যবাহী সম্ভল শহর।
পুরাণেও সম্ভল শহরের উল্লেখ আছে। এছাড়া এই সম্ভল শহর পাঞ্চাল (Panchal kings) রাজাদের আদি সাম্রাজ্য ছিল এবং পরবর্তী পর্যায়ে সম্রাট অশোকেরও সাম্রাজ্যের অংশ ছিল।
কিন্তু যেহেতু মুসলিম আমলে মুসলিম শাসকরা সম্ভল শহর আক্রমণ করে এবং দখল করে , তাই ওয়াইসি ও তার দল মিম (AIMIM) এর বক্তব্য , সম্ভল নয় , শহরের নামকরণ হোক ” গাজিস্তান ” অর্থাৎ গাজী মানে জেহাদে নিহত ব্যক্তিদের স্থান।
আরবি ভাষায় “গাজী ” মানে বোঝায় ” আক্রমণকারী ” আর তাই আসাদুদ্দিনের বক্তব্য একটি হিন্দু শহর যেটা মুসলিমদের অধীনে বহু শতক ধরে ছিল সেই খানে সেই শহরের আসল বা আদি হিন্দু বা ভারতীয় নাম দেওয়া যাবেনা , বরং মুসলিম আক্রমণকারীদের গরিমা ও মাহাত্ম বাড়ানোর জন্য শহরের নামকরণ আরবি নামের আদলেই রাখা হোক।