খ্রিস্টান ধর্ম প্রচারক ও ব্যবসায়ী তেরাসাকে গালিগালাজ করে লাভ নেই উনি ব্যবসা করতে এসেছিলেন। কিন্তু ওনার ব্যবসার জমি দিয়েছিল বামপন্থীরা। বিশেষ করে প্রান্তিক ও ১৯৭১ উদ্বাস্তুদের উপর খ্রিষ্টধর্মের লগ্নি মুক্ত বাজার খুলে দিয়েছিল বামপন্থীরা। তারপর মানুষের অভাব, লোভ এইসবতো কাজ করেই।
আমার পরিচিত এক ব্যক্তি একটা খ্রিস্টান প্রতিষ্ঠানে কাজ করত তারপর উন্নত জীবনের জন্য খ্রিস্টান হয়ে গেছে।
আমার এক বন্ধু তার পদবি আদক কাকারা সব হিন্দু বাপ টাকার জন্য খ্রিস্টান হয়েছিল কিন্তু অদ্ভুত তারা পদবী বদল করেনি।
সবথেকে ভয়ানক খেলা হয়েছে প্রান্তিক হিন্দুদের সঙ্গে তাদের প্রথমে বোঝানো হয়েছে তারা হিন্দু নয় আলাদা কিছু এবং বিভিন্ন NGO ও চরম বামপন্থীদের সাহায্যে তাদের খ্রিস্টান করা হয়েছে কিন্তু হিন্দু বর্ণপ্রথার সংরক্ষণের সুবিধা তারা গ্রহণ করে খ্রিস্টান হয়েও।
এখনো চা বাগান এবং প্রত্যেকটি প্রান্তিক হিন্দু অঞ্চলে মিশনারীদের নেটওয়ার্ক দারুণ সচল এবং বলাবাহুল্য যারা নিজেদের হিন্দুবাদী রাজনৈতিক দল বলে হিন্দুদের ভোট প্রত্যাশা করে তারও কিন্তু এইসব নিয়ে মাথা ঘামায়না।
আরেকটা ব্যাপার অনেক শহুরে মানুষ হিন্দু পদবী লাগিয়ে হিন্দু বিরোধী প্রোপাগাণ্ডা তৈরি করে তারা কিন্তু ধর্মের দিক আদতে খ্রিস্টান যাতে হিন্দুরা বিভ্রান্ত হয় তাই নিজেদের খ্রিস্টান পরিচয় প্রকাশ করেনা।ইয়াং বেঙ্গল থেকে মিশনারী অফ চ্যারিটি সেই একই কাজ করে যাচ্ছে।তাই তেরেসাকে খিস্তে লাভ নেই।