এর নাম মম্হমদ তাহের রহমাতি। আফগানিস্থানের শিক্ষা প্রতিষ্ঠান উন্নত নয় তেমন। তাই ভারতে লেখাপড়া শিখতে এসেছে ।2020 সালে কলকাতা তে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি তে অনার্স নিয়ে পড়তে চায়। কিন্তু ভর্তি হতে পারছে না অফিশিয়ালি শর্ত পূরণ হচ্ছে না বলে। অনেক বার ফিরিয়ে দেওয়া হয়েছে । এরপর সব টাকা শেষ হয়ে গেছে বলে ওদের সম্প্রদায়ের লোক খুঁজে ঠাঁই নিয়েছে । এখন CM এর কাছে আবেদন করতে চায় যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে পারে ।
অবাক হবার বিষয় এ খুঁজে খুঁজে ঠিক এই রাজ্যেই ঢুকেছে! আরো বিশ্ববিদ্যালয় আছে সেখানে যেতে পারত । টাকা শেষ হলেও এতো দিন এখানে কিসের আশায় পরে থাকল? এরা visa পেলই বা কেমন করে?
দুদিন যাবৎ fb তে একজনের ছবি ঘুরছে, যে কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিভাগে পাশ করে ঐ দেশে চাকরী করছে । তার কিন্তু কোনো ভয় নেই বা ফিরে আসার কোনো তাড়া নেই। তাকে কেউ চাকরী থেকে বার ও করেনি । মানে তালিবানী সরকারের অধীনে সে চাকরী করবে।
আমাদের জন্য আগামী দিনে কি ভয়ংকর দিন অপেক্ষা করছে ভাবলে কেঁপে উঠতে হয়।