দানিশ সিদ্দিকী একজন শিক্ষিত ভারতীয় সাংবাদিক সুতরাং তার অভিসন্ধিও ছিল সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিত কোন ফতোয়া বা মাথাগরম তাৎক্ষণিক কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত ছিলেনা তবে সারা কর্মজীবনে হিন্দুত্ব ও ভারতকে ফ্যাসিস্ট প্রমাণ করে বিশ্বের দরবারে উপস্থাপন করবার জন্য যা যা পন্থা অবলম্বন করে ব ভারতের প্রতিচ্ছবি খারাপ করে নিজের পেট চালানো যায় তিনি তাই করে গেছেন ভিষণ বুদ্ধিমত্তা ও চাতুর্যের সঙ্গে এবং তার জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন।
কিন্তু তিনি শেষপর্যন্ত একটা ভুল করে বসেন হিন্দুদের ফ্যাসিস্ট বানাতে বানাতে নিজেই অধিক উপার্জনের আশাতে বাস্তবজীবনের সত্যিকারের ফ্যাসিস্টদের মুখোমুখি হয়ে যান এবং নিজের জীবন দিয়ে আসল ফ্যাসিবাদের মুখোশ খুলে দেন নিজের অনিচ্ছা সত্তেও। জানি সিদ্দিকীর মৃত্যুকে গ্লোরিফাই করবার চেষ্টা চলবে কিন্তু বামপন্থীদের ভাষাতেই বলি, এই মৃত্যুতে কোন গৌরব নেই কারণ মোটা টাকা উপার্জনের আশাতেই এবং I can manage it স্বজাতির প্রতি এই আত্মবিশ্বাসের কারণেই সিদ্দিকীর মৃত্যু হয়েছে।
মৃত্যু নিয়ে আমি উদাসীন তবে উল্লাস প্রকাশ করতে রাজি নই,কারণ কিছু সুখানুভূতি ও দুঃখ একান্তভাবে অন্তরের জন্যই রাখবার পক্ষপাতী আমি।
সুমিত ভট্টাচার্য