ভারতে করোনার প্রকোপ যতই বাড়ছে, ততই বেসামাল হয়ে পড়ছে গোটা দেশ। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য অক্সিজেন, ওষুধ, মেডিক্যাল সামগ্রীর অভাব দেখা দিচ্ছে। ভারতের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্বের বিভিন্ন দেশ। অক্সিজেন ও মেডিক্যাল সামগ্রী ভারতে পাঠিয়ে আমেরিকা আগেই সহায়তা করেছে। মঙ্গলবার পঞ্চম সাহায্য পাঠাল জো বাইডেন প্রশাসন। আমেরিকা থেকে মঙ্গলবার সকালে ভারতে এসে পৌঁছেছে মেডিক্যাল সরঞ্জাম। পাঠানো হয়েছে ৫৪৫ অক্সিজেন কনসেনট্রেটর।
শুধুমাত্র আমেরিকা নয়, ভারতে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে সহায়তা করেছে ব্রিটেন। মঙ্গলবার সকালে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে এসে পৌঁছয় ভারতীয় বায়ুসেনার একটি বিমান। ব্রিটেন থেকে আগত ওই বিমানে ছিল ৪৫০টি অক্সিজেন সিলিন্ডার। ভারতে মেডিক্যাল সামগ্রী পাঠিয়েছে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহীও। কুয়েত থেকে মঙ্গলবার ভারতে এসেছে ২৮২ অক্সিজেন সিলিন্ডার, ৬০টি অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর এবং অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম। সংযুক্ত আরব আমিরশাহী থেকে এদিন গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে সাতটি আইএসও ট্যাঙ্কার সঙ্গে ২০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন।
2021-05-04