২৮৮ দিন মহাকাশ কেন্দ্রে কাটিয়ে ফিরে এসেছিলেন নাসার প্রাক্তন মহিলা জ্যোতির্বিজ্ঞানী পেগি হুইটসন। এ বার তাঁর রেকর্ডই ভেঙে দিতে চলেছেন নাসারই আর এক মহিলা জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিনা কোচ। জানা গিয়েছে, সব ঠিক থাকলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩০০ দিনেরও বেশি কাটিয়ে রেকর্ড গড়বেন ক্রিশ্চিনা।
মার্চ মাসের ১৪ তারিখে নাসার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিনা। নাসা সূত্রের খবর, সেখানেই ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকার কথা তাঁর। নাসার তথ্য বলছে, একা কোনও মহিলার এটাই দীর্ঘতম ‘স্পেসফ্লাইট’।