Bally Bridge Closed: বন্ধ বালি ব্রিজ, বাস-গাড়ি যাবে কোথা দিয়ে? নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা…

সকাল থেকে বালি সেতুর একাংশে আমূল সংস্কারের কাজ শুরু। গার্ডার বদল সহ একাধিক কাজ শুরু।

  

2/6

বন্ধ বালি ব্রিজ

Bally Bridge Closed

সেতুর ওপর দিয়ে কলকাতাগামী গাড়ি চলাচল করবে শুধু। কলকাতা থেকে বেরিয়ে গাড়িগুলোকে ২৭ তারিখ ভোর পর্যন্ত বিকল্প পথে ফিরতে হবে।

3/6

বন্ধ বালি ব্রিজ

Bally Bridge Closed

নিত্য এয়ারপোর্টগামী হাজার যাত্রীর যাতায়াত এই বালি ব্রিজ দিয়ে। বাস যাতায়াত করবে নিবেদিতা সেতু দিয়ে। বাসের ক্ষেত্রে এই চারদিন টোল ট্যাক্স মকুব থাকবে।

  

4/6

বন্ধ বালি ব্রিজ

Bally Bridge Closed

নিবেদিতা সেতু-ই আপাতত ভারী গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হবে। তবে সেখানে বাইক সহ অন্য ছোট যান উঠতে পারবে না। 

  

5/6

বন্ধ বালি ব্রিজ

Bally Bridge Closed

বালি ঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে নিবেদিতা সেতুর অ্যাপ্রোচ রোডে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে অস্থায়ী বাস স্ট্যান্ড।

  

6/6

বন্ধ বালি ব্রিজ

Bally Bridge Closed

রেলসেতুর মেরামতির কারণেই বুধবার মাঝরাত থেকে ২৭ জানুয়ারি সোমবার ভোর ৪টে পর্যন্ত আংশিক বন্ধ থাকবে বালি ব্রিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.