বন্দুকবাজের হামলা এ বার ইউরোপের দেশ সুইডেনের শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখানকার একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে মঙ্গলবার ওই হামলায় অন্তত ১০ জন গুলিবিদ্ধের মৃত্যু হয়েে বলে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রকাশিত খবরে দাবি, রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময়) হামলার ঘটনা ঘটেছে। এক জন বন্দুকবাজ ওই শিক্ষাকেন্দ্রে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়েছেন। পুলিশ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পড়ুয়াদের বাইরে বার হতে দেওয়া হচ্ছে না।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেললেও প্রথমে বন্দুকবাজকে কব্জায় আনা সম্ভব হয়নি। পরে পুলিশের গুলিতে তাঁর মৃত্য়ু হয় বলে প্রকাশিত খবরে দাবি। সুইডেনের ক্রিস্টারসন হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘এটি আমাদের দেশের ইতিহাসের এক বেদনাদায়ক ঘটনা।’’ প্রসঙ্গত, প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। কী উদ্দেশ্যে ওই বন্দুকবাজ সেখানে হামলা চালালেন, তা এখনও জানা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক ভাবে এটি জঙ্গি হামলা নয় বলেই মনে করা হচ্ছে।