প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে T20-তে বিরাট মাইলস্টোন কোহলির, এলিট লিস্টে টপকে গেলেন ওয়ার্নারকে

দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে টি-২০ ক্রিকেটে দুরন্ত নজির গড়লেন বিরাট কোহলি। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে আরসিবি তথা ভারত অধিনায়ক টপকে যান অনবদ্য মাইলস্টোন।

আসলে পঞ্চম ক্রিকেটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ১০ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেন কোহলি। দরকার ছিল মাত্র ১৩ রান। ইনিংসের চতুর্থ ওভারে বুমরাহর তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে মাইলফলক টপকে যান বিরাট। উল্লেখ্য, মু্ম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে ৩১৩টি টি-২০ ম্যাচের ২৯৮টি ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ৯৯৮৭ রান।ট্রেন্ডিং স্টোরিজ

বিরাটের আগে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রান করেছেন ক্রিস গেইল (১৪২৭৫), কায়রন পোলার্ড (১১১৯৫*), শোয়েব মালিক (১০৮০৮) ও ডেভিড ওয়ার্নার (১০০১৯)।

মুম্বই ম্যাচেই টি-২০ ক্রিকেটের এলিট লিস্টে ডেভিড ওয়ার্নারকে টপকে যান কোহলি। তিনি এই মুহূর্তে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ টি-২০ রান সংগ্রহকারী। তাঁর সামনে রয়েছেন কেবল গেইল, পোলার্ড ও শোয়েব মালিক।

বিরাট মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে আউট হন ৫১ রান করে। সুতরাং, কোহলির টি-২০ ক্রিকেটে সার্বিক সংগ্রহ দাঁড়ায় ১০০৩৮ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.