ICC Test Ranking: দাপট অশ্বিনের, অলরাউন্ডারদের তালিকায় পিছনে ফেললেন জাদেজাকে,তাড়া বোলার কামিন্সকে

1/7নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের জেরে র‍্যাঙ্কিংয়ে এগোলেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় একধাপ এগিয়ে দু’নম্বরে উঠে এলেন। সেইসঙ্গে বোলারদের ক্রমপর্যায়ে প্রথম স্থানে থাকা প্যাট কামিন্সের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলেছেন। (ছবি সৌজন্য এএনআই)

নয়া র‍্যাঙ্কিং অনুযায়ী, বোলারদের তালিকায় শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর রেটিং পয়েন্ট ৯০৮। (ছবি সৌজন্য, ফেসবুক @AustralianCricketTeam)
2/7নয়া র‍্যাঙ্কিং অনুযায়ী, বোলারদের তালিকায় শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর রেটিং পয়েন্ট ৯০৮। (ছবি সৌজন্য, ফেসবুক @AustralianCricketTeam)
৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অশ্বিন। কিউয়ি সিরিজে দুরন্ত বোলিংয়ের জেরে ৪৩ রেটিং পয়েন্ট পেয়েছেন। তৃতীয় স্থানাধিকারী জস হেজেলউডের থেকে ৬৭ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন। (ছবি সৌজন্য এএনআই)
3/7৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অশ্বিন। কিউয়ি সিরিজে দুরন্ত বোলিংয়ের জেরে ৪৩ রেটিং পয়েন্ট পেয়েছেন। তৃতীয় স্থানাধিকারী জস হেজেলউডের থেকে ৬৭ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন। (ছবি সৌজন্য এএনআই)
ভারতীয়দের মধ্যে বোলারদের তালিকায় প্রথম দশে আছেন জসপ্রীত বুমরাহ। দশম স্থানেই আছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৬। (ছবি এএনআই) (ANI)
4/7ভারতীয়দের মধ্যে বোলারদের তালিকায় প্রথম দশে আছেন জসপ্রীত বুমরাহ। দশম স্থানেই আছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৬। (ছবি এএনআই) (ANI)
অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় একধাপ এগিয়ে দু'নম্বর উঠে এসেছেন অশ্বিন। তাঁর ঝুলিতে ৩৬০ রেটিং পয়েন্ট আছে। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। তাঁর রেটিং পয়েন্ট ৩৮২। (ছবি সৌজন্য এএনআই)
5/7অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় একধাপ এগিয়ে দু’নম্বর উঠে এসেছেন অশ্বিন। তাঁর ঝুলিতে ৩৬০ রেটিং পয়েন্ট আছে। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। তাঁর রেটিং পয়েন্ট ৩৮২। (ছবি সৌজন্য এএনআই)
অশ্বিনের উত্থানের মধ্যে দু'ধাপ নেমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৩৪৬। তিন নম্বরে আছেন বেন স্টোকস। তাঁর রেটিং পয়েন্ট ৩৪৮। (ছবি সৌজন্য এএনআই)
6/7অশ্বিনের উত্থানের মধ্যে দু’ধাপ নেমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৩৪৬। তিন নম্বরে আছেন বেন স্টোকস। তাঁর রেটিং পয়েন্ট ৩৪৮। (ছবি সৌজন্য এএনআই)
বাংলাদেশের তারকা শাকিব আল হাসান অলরাউন্ডার তালিকায় পঞ্চম স্থানে আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৩২৭। (ছবি সৌজন্য, টুইটার ICC)
7/7বাংলাদেশের তারকা শাকিব আল হাসান অলরাউন্ডার তালিকায় পঞ্চম স্থানে আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৩২৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.