গুজরাতের মেয়ে নীলাংশি পটেলের এই সফল ৷ লম্ব চুলের জন্য তাঁর নাম উঠেছে গিনিজ ওয়াল্ড রেকর্ড বুকে ৷

১৭ বছরের এই তরুণীর নাম গিনিজে উঠেছে ৷

লম্বা চুল নিয়ে এমনই সাফল্য পেয়েছেন তিনি ৷ ৬ ফুট ও ২ ইঞ্চি লম্বা চুলের মালকিন তিনি ৷

তিনি জানিয়েছেন তাঁর এই লম্বা চুলের যত্ন নেন তাঁর মা ৷

লম্বা চুলের যত্ন নিতে তাঁর এক বিশেষ তেল প্রস্তুত করে দেন তাঁর মা ৷

গত বছরে সব থেকে লম্বা চুলের অধিকারিনী নীলাংশি ৷ তাঁর এই চুলের ভক্ত সংখ্যা ছাড়িয়েছে কোটির ঘরও ৷