পাকিস্তান এয়ার স্ট্রাইকের সময় তাঁদের দেশের বন বিভাগের গাছ নষ্ট হওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার পাইলটদের বিরুদ্ধে শুক্রবার এফআইআর দায়ের করে। পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে, ভারতীয় বায়ুসেনার হামলায় পাকিস্তানের পরিবেশকে নষ্ট করেছে।
পাকিস্তানি ওয়েবসাইট এক্সপ্রেস নিউজের মতে, ভারতীয় পায়লটের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে যে, তাড়াতাড়িতে ফেলা বোমার আঘাতে সেখানকার ১৯টি গাছ ধ্বংস হয়ে যায়।
এর আগে খবর এসেছিল যে, পাকিস্তান ইকো-টেররিজম এর ইস্যু তুলে ভারতের বিরুদ্ধে সংযুক্ত রাষ্ট্রে নালিশ জানানোর চিন্তা ভাবনা করছে। আপনাদের জানিয়ে রাখি, ভারতের যুদ্ধ বিমান পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গি সংগঠনের ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করেছিল।
পাকিস্তানের পরিবেশ মন্ত্রী মালিক আমিন আসলাম বলেন, ‘ ভারতীয় যুদ্ধ বিমান ফোরেস্ট রেঞ্জে বোমা ফেলে। ভারতের এই এয়ার স্ট্রাইকে পাকিস্তানের বন সম্পত্তি নষ্ট হয়েছে। উনি বলেন, সংযুক্ত রাষ্ট্রের মহাসভা প্রস্তাব ৪৭/৩৭ অনুযায়ী, কোন সৈন্য অভিযানে পরিবেশের ক্ষতি হলে সেবা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়। আর এরজন্য তাঁর অভিযোগ করা যাবে।”