Assam Floods: ত্রাণশিবিরে ঢুকে পড়ল গাড়ি! বন্যা পরিস্থিতির মধ্যে অসমে দুর্ঘটনায় মৃত এক

একে বন্যা পরিস্থিতিতে জেরবার অবস্থা অসমের, তার মধ্যে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল। প্লাবন পরিস্থিতিতে মাথা গোঁজার ঠাঁই বলতে এখন ত্রাণশিবির। সেখানে আচমকা ধেয়ে এসে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি। যার জেরে মৃত্যু হল এক জনের। আহত হয়েছেন আরও ছয় জন। অসমের মরিগাঁও জেলায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, ৩৭নং জাতীয় সড়কে ধরমতুল বিষ্ণু মন্দিরের কাছে দুর্ঘটনা ঘটে। অকুস্থল পরিদর্শনের পর মরিগাঁওয়ের ডেপুটি কমিশনার পিআর ঘরফালিয়া বলেন, ‘‘গাড়ির চালক মত্ত ছিলেন। সে কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই চালককে গ্রেফতার করা হয়েছে। আহতদের গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। সরকার তাঁদের চিকিৎসার খরচ বহন করবে।’’


অসমের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এই পরিস্থিতিতে অনেকেই জাতীয় সড়কে তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছেন। যেখানে ত্রাণশিবির ছিল, সেখানে কী ভাবে গাড়ি এল, এই প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

অসমের যে কয়েকটি জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম মরিগাঁও। অন্য দিকে, উত্তর-পূর্বের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় প্লাবন পরিস্থিতিতে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে হয়েছে ১২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.