মাত্র ৪ মাসে ১ লাখ টাকা বেড়ে হয়েছে ২০ লাখ টাকা! মালামাল করেছে এই সংস্থা

1/5গত কয়েক বছরে ভারতে কয়েকটি সংস্থা শুধুমাত্র দুর্দান্ত ব্যবসায়িক মডেল এবং অন্যান্য বিষয়ের কারণে জনপ্রিয়তা পেয়েছে। সেরকমই একটি হল ডিগজ্যাম(Digjam) শেয়ার। একটি টেক্সটাইল সংস্থা এটি। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)

মাত্র ৪ মাস আগে ডিগজ্যামের একটি শেয়ারের দর ছিল ১৭.২৫ টাকা (১৮ অক্টোবর ২০২১)। বর্তমানে সেই শেয়ারেরই দাম হয়েছে বহু গুণ বেশি। ফাইল ছবি : এএনআই (ANI)
2/5মাত্র ৪ মাস আগে ডিগজ্যামের একটি শেয়ারের দর ছিল ১৭.২৫ টাকা (১৮ অক্টোবর ২০২১)। বর্তমানে সেই শেয়ারেরই দাম হয়েছে বহু গুণ বেশি। ফাইল ছবি : এএনআই (ANI)
বর্তমানে ডিগজ্যামের একটি শেয়ারের দাম ৩৪৫.০৫ টাকা (১৩ জানুয়ারি ২০২২)।  ফাইল ছবি : মিন্ট  (MINT_PRINT)
3/5বর্তমানে ডিগজ্যামের একটি শেয়ারের দাম ৩৪৫.০৫ টাকা (১৩ জানুয়ারি ২০২২)।  ফাইল ছবি : মিন্ট  (MINT_PRINT)
মাত্র ৪ মাসে প্রায় ২০ গুণ বেড়েছে দাম।  ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
4/5মাত্র ৪ মাসে প্রায় ২০ গুণ বেড়েছে দাম।  ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
অর্থাত্ কেউ যদি মাত্র ৪ মাস আগেই এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে এখন তিনি ২০ লক্ষ টাকায় তা বিক্রি করতে পারবেন।  (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5অর্থাত্ কেউ যদি মাত্র ৪ মাস আগেই এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে এখন তিনি ২০ লক্ষ টাকায় তা বিক্রি করতে পারবেন।  (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.