পাকিস্তানে যৌন অপরাধের জন্য বলিউডকে দায়ী করলেন ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার বেফাঁস মন্তব্যের কারণে আবারও আলোচনার কেন্দ্রে। ইমরান খান মিডিয়ার প্রশ্নোত্তর পর্বের এক আলোচনায়, ক্রমবর্ধমান যৌন অপরাধ সম্পর্কে এমন কথা বলেন, যাতে তার বক্তব্য তুমুল বিতর্ক তৈরি করেছে। এই বিবৃতিতে তিনি মোবাইল ফোনে থাকা অসামাজিক কনটেন্টের জন্য বলিউড এবং হলিউডকে দায়ী করেছেন ।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন- ‘পাকিস্তানকে মোবাইল ফোনের কারণে খুব বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে । মোবাইল ফোনে বাচ্চারা এমন জিনিস পাচ্ছে যা আগে কখনও পেত না । শিশুরা স্কুলের ভিতরে মাদক গ্রহণ করছে। আমি প্রথমে এটি উপলব্ধি করতে পারি নি তবে যখন ক্ষমতায় কখন এলাম তখন বিষয়টি আমার নজরে আসে। দ্বিতীয়টি হ’ল যৌন অপরাধ যা পাকিস্তানে শিশু যৌন নির্যাতনের আকারে ছড়িয়ে পড়েছে। যা খুবই দুঃখের বিষয় ।’

বলিউড ও হলিউডের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করে ইমরান খান বলেন- ‘এগুলি ছাড়াও আরও একটি বিষয় আছে। আমরা প্রথমে যে মনোরঞ্জন গ্রহণ করছি তা হলিউড এবং তারপরে বলিউডের মাধ্যমে পাকিস্তানে আসে। এখানকার লোকেরা বুঝতে পারে না যে আমরা পাশ্চাত্য সভ্যতার সবচেয়ে ক্ষতিকারক জিনিসটির করালগ্রাসে পড়েছি। এ কারণে মানুষের বাড়িঘর ঘর ভাঙছে । ‘

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এইরকম বে-এক্তিয়ার প্রথমবার নয়। এর আগেও তিনি এ জাতীয় বক্তব্য দিয়েছেন। ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ দীর্ঘ্যদিনের। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সরকার বহু ভারতীয় চলচ্চিত্রের মুক্তি নিষিদ্ধ করেছিল পাকিস্তানে। কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হ’ল ‘মুলক’, ‘রাজি’, ‘নাম শাবানা, এবং বেবি’। এ ছাড়া আরও অনেক ছবি রয়েছে যার মুক্তি পাকিস্তানে নিষিদ্ধ ।

একই সঙ্গে, পাকিস্তানের শিল্পীদের ভারত বলিউডের ছবিতে কাজ করতে নিষেধ করে পাকিস্তানকে জবাবদিহি করেছে ভারত। পাকিস্তানের কলাকুশলীরা বলিউডে কাজ পাচ্ছেন না। নিষেধাজ্ঞার আগে অনেক পাকিস্তানি অভিনেতা বলিউডের হয়ে কাজ করেছেন। তারকাদের এই তালিকায় রয়েছেন মহিরা খান, আলী জাফর, ফাওয়াদ খান ও গায়ক আতিফ আসলাম ।

ছবি সৌজন্য: টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.