কার্গিল বিজয় দিবসের দিন আত্মবলিদান করা ভারতীয় সেনা জওয়ানদের প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে তিনি বীর যোদ্ধাদের স্মরণে টুইট করেন। তাতে গত বছরের ‘মন কি বাত’ অনুষ্ঠানের অংশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাতে তিনি কার্গিল দিবস প্রসঙ্গে বলছিলেন। বীর যোদ্ধাদের সম্মান জানাতে দেশবাসীকে আহ্বান জানাচ্ছিলেন তিনি।

সেই ৭ মিনিটের ভিডিয়ো পোস্টের পাশাপাশি ক্যাপশনে এদিন মোদী এবিষয়ে লেখেন, ‘আমরা বলিদান ভুলিনি। আমরা সেই বীরত্ব মনে রেখেছি। আজ কার্গিল বিজয় দিবসে আমরা সেই সব জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাঁরা কার্গিলে আমাদের দেশকে রক্ষা করার জন্যে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাঁদের এই বীরত্ব আমাদের প্রতিদিন অনুপ্রেরণা দেয়। এরই সঙ্গে আমি একবছর আগের মন কি বাত অনুষ্ঠানের একটি অংশ তুলে ধরছি আপনাদের সামনে।’

উল্লেখ্য, গতকালকের মন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর উদ্দেশে বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানানোর আহ্বান করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৯তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিলের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘দেশের তেরঙ্গা যাঁরা উঁচিয়ে ধরে সেই বীরদের সম্মানে আবেগপ্রবণ হয়ে পড়াটাই স্বাভাবিক। এই দেশভক্তি আমাদের ঐক্যবদ্ধ করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কার্গিল যুদ্ধকে ভারতের সাহসিকতার প্রতীক হিসেবে দেখে গোটা বিশ্ব। এই বছর এই দিনটি উদযাপিত হবে অমৃত মহোত্সবের মাঝে। তাই এটা আরও বেশি বিশেষ হচ্ছে। আমি কার্গিল যুদ্ধের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং কার্গিলের বীরযোদ্ধাদের প্রতি স্যালুট জানাতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.