অবশেষে জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায় প্রার্থী পদের জন্য ছাড় পত্র হাতে পেলেন রাজ্য সরকার থেকে। মঙ্গলবার বিকেলে দলের নেতা কর্মীদের নিয়ে জেলা শাসক কার্যালয়ে নির্বাচন কমিশনের দফতরে ছাড়পত্র জমা করলেন।
জানা গেছে, রাজ্য সরকার আজ চিকিৎসক জয়ন্ত রায়ের ইস্তফা পত্র গ্রহন করেন। শুধু তাই নয়, ছাড় পত্র দিয়েছেন তাঁকে। জলপাইগুড়ি বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায় ইস্তফাপত্র হাতে নিয়ে সোজা জেলা নির্বাচন দফতরের হাজির হন। দলীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে মেইলে পান ইস্তফাত্র গ্রহণের কপি। মেইলে আসা সেই কপির প্রিন্ট আউট বের করে জমা দিলেন জেলা নির্বাচন দফতরে। সব বির্তকের অবসান ঘটিয়ে প্রার্থী হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক জয়ন্ত রায়। দলের নেতা কর্মীরা জয়ন্তবাবুকে ফুল দিয়ে সংবর্ধনা দেন।
উল্লেখ্য, সোমবার জলপাইগুড়ি বিজেপি প্রার্থী হয়ে চিকিৎসক জয়ন্ত রায় মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক হবার সুবাদে রাজ্য সরকারের চাকরিতে ইস্তফা পত্র দিয়েছেন, সেই ছাড় পত্র জমা করতে হবে৷ সোমবার তিনি ছাড় পত্র জমা দিতে পারেননি। আজ দুপুরে রাজ্য বিজেপি নেতাদের নির্দেশে বিকল্প প্রার্থী হিসেবে উত্তরবঙ্গে বিজেপির যুগ্ন আহ্বায়ক দীপেন পারমানিক মনোনয়ন পত্র দাখিল করেন। অন্যদিকে আরও দুই প্রার্থী বিজেপি হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। অবশেষে সব ধোঁয়াশাকে পিছনে ফেলে দিয়ে বিজেপি প্রথম পছন্দের প্রার্থী জয়ন্ত রায় ভোটে লড়ছেন।
আজ বিকেলে জয়ন্ত রায় ছাড় পত্র জমা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ইস্তফাপত্র গৃহীত হওয়ার একটি কাগজ জমা দেওয়া বাকি ছিল সেই কাগজটি জমা করলাম৷ তাতে সমস্যার সমাধান হল আশাকরি।