নারী সুরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন বিজেপি-র

নারী-সুরক্ষায় এবার তৎপরতা নিচ্ছে বিজেপি। নারীদের নিয়ে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন মালদহ জেলা বিজেপি নেতৃত্বের। মালদহের পুরাটুলি বাঁধ রোড এলাকায় জেলা বিজেপি কার্যালয়ে চলছে এই শিবির।

জানা গিয়েছে, বিজেপির অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের উপর নির্যাতন বাড়লেও রাজ্য প্রশাসনের ভূমিকা সদর্থক নয়। দিনের পর দিন বাংলায় নারীদের উপর নির্যাতন বেড়ে চলেছে অভিযোগ গেরুয়া শিবিরের। এবার তাই নারীদের সুরক্ষায় বাড়তি তৎপরতা বিজেপির।

মালদহ জেলা বিজেপি কার্যালয়ে চলছে ‘উমা নারী নিরাপত্তা শিবির’। প্রশিক্ষকরা নারীদের ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসে ক্যারাটে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৩০০ মহিলা ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন।

জেলা বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, প্রথমে শহরাঞ্চল দিয়ে এই শিবির শুরু হলেও আগামিদিনে গ্রামাঞ্চলেও এই ধরনের ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। ক্যারাটে শিবিরে যোগ দিয়েছেন শর্মিতা দাস নামে এক তরুণী।

তিনি আরও বলেন, ‘‘প্রাইভেট টিউশন পড়তে বাইরে যেতে হলেও নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এই ধরনের ক্যারাটে প্রশিক্ষণ শিবির থেকে আমরা উপকৃত হব। অনেক মহিলাই নিজেরাই নিজেদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে পারবেন।’’

তাঁর কথায়, ‘‘টিভি খুললেই নারীদের উপর অত্যাচারের ঘটনা চোখে পড়ে। ধর্ষণ, অত্যাচার চলছে নিয়মিত। কম ক্ষেত্রেই নারীর নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করা হয়। দিনের পর দিন এই নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে।’’

জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, “দেশজুড়ে নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। যার ফলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই দিকে নজর রেখে নারীদের নিরাপত্তার জন্য এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। যাতে তাঁরা নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারে। গ্রামাঞ্চলেও এই ধরনের শিবিরের আয়োজন করা হবে।”

বিজেপির ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের সমালোচনায় সরব জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “এই ধরনের শিবির করার প্রয়োজন রয়েছে। তবে এই রাজ্যে নয়। এই রাজ্যের নারীরা যথেষ্ট সুরক্ষিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী।’’

তিনি আরও বলেন, ‘‘যখন এখানে নারী নির্যাতন হয়েছে পুলিশ সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিয়েছে। সে পার্ক স্ট্রিটই হোক বা কামদুনির ঘটনা। উত্তরপ্রদেশে বিজেপিশাসিত রাজ্যে যেখানে হাথরাসের ঘটনা ঘটে বিজেপির উচিত সেখানে গিয়ে এই শিবিরগুলি করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.