গতকাল কলকাতার থিওজফিক্যাল সোসাইটি হলে ১৯০৩ সালে সরলাদেবী চৌধুরানী প্রবর্তিত “প্রতাপাদিত্য উৎসব” অনুষ্ঠিত হল‌। মূল্যবান বক্তব্য রাখলেন অধ্যাপক বিমলশঙ্কর নন্দ, কর্ণেল সব্যসাচী বাগচি, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সাহসিকতার জন্য “প্রতাপাদিত্য পদক” দেওয়া হল লাল্টু শী ও দীনবন্ধু ঘরামীকে। মহারাজা প্রতাপাদিত্যের জীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হল। হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনুRead More →