যুদ্ধ। যুদ্ধের খিদে অতোষণীয়, অণিবারণীয়, অপ্রশমনীয়। সদা অতৃপ্তি তার। মানুষ চাই। মানুষ মারার মানুষ। দশাশই, ঘাড়েগর্দানে শক্তপোক্ত মানুষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদী দৈত্য ভারতকে শুষে ছিবড়ে করে দিচ্ছে তখন। অধীনস্থ পদানত প্রজাকুলের পাতের আহারে নজর পড়েছে রাজার। জাহাজ ভর্তি রসদ ইওরোপের উদ্দেশ্যে যাত্রা করছে নিয়মিত। এই রসদের একটি অংশ ভারতীয় সৈন্য। সৈন্যRead More →