নিয়োগের জন্য নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ প্রবেশনারি অফিসার পদে লোক নেওয়া হবে। শূন্যপদ ২,০০০। ইচ্ছুকরা স্টেট ব্যাঙ্কের সাইট https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers গিয়ে আবেদন জমা করতে পারবেন ৷

আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৷ ২২ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। প্রাথমিক (প্রিলি) পরীক্ষা হবে ৮, ৯, ১৫ ও ১৬ জুন। ফল বেরোবো জুলাইয়ের প্রথম সপ্তাহে ৷ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দেওয়া হবে ‘মেন’ পরীক্ষার কল লেটার ৷ পরীক্ষা হবে ২০ জুলাই ২০১৯ ৷ রেজাল্ট বেরোবো অগস্টের তৃতীয় সপ্তাহে ৷

এর পর গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ নেওয়া হবে, সেপ্টেম্বরে ৷ ফাইনাল মেরিট লিস্ট বের হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ৷ আবেদন করার জন্য ন্যূনতম বয়স ২১ ও সর্বোচ্চ ৩০ বছর ৷ ২ এপ্রিল ১৯৮৯ এর আগে জন্ম হলে আবেদন করা যাবে না ৷

চিন্ময় ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.