ছাপ্পা ও বুথ দখলকে কেন্দ্র করে উত্তাল উত্তর ২৪ পরগনার সপ্তম দফার ভোট

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৯ মে:রাজ্যের সপ্তম দফার লোকসভা নির্বাচনের চলছে ভোটাভুটি৷ উত্তর ২৪ পরগনা জেলার দমদম, বারাসত, বসিরহাট লোকসভা কেন্দ্র এবং ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহন চলছে।

বেলা ১১টা ১৯: সকাল সকাল কলকাতা দক্ষিণের বালিগঞ্জে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত জাহান৷ এরপর সোজা নিজের লোকসভা কেন্দ্রে চলে যান তিনি৷ টাকিতে বুথ পরিদর্শনের সময় কথা বললেন ভোটারদের সঙ্গে৷

সকাল ১০টা ৪৭: ভাটপাড়া উপনির্বাচনে কাঁকিনাড়া হাইস্কুলের ৩৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী মদন মিত্রের৷ সকাল ১০টা ৩৬: বসিরহাটের মালঞ্চ কালীতলার ১৮৯ নম্বর বুথের বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ৷ ঘটনাস্থলে বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু৷
সকাল ১০টা ৩০: মিনাখাঁয় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে অবরোধ বিজেপির৷ সকাল ১০টা ১৫: ভাঙড়ের পোলেরহাটে তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷

সকাল ১০টা ৮: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার৷

সকাল ১০টা ৫: বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর অভিযোগ, সন্দেশখালিতে ৫০ টি বুথ দখল করেছে তৃণমূল৷ সকাল ৯টা ৫৭: দমদম লোকসভার মধ্য কৃষ্ণপুরে প্রিসাইডিং অফিসারকে হেনস্তার অভিযোগ৷ কেঁদে ফেললেন তিনি৷ সকাল ৯টা ৫০: (ভাটপাড়া উপনির্বাচন) ১০৫ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্ট রবিরঞ্জন সিংকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ সকাল ৯টা ৪৫: দেগঙ্গার গিলাবেড়িয়ার ৬৬ এবং ৬৭ নম্বর বুথে বোমাবাজির পর ঘটনাস্থলে বাইক ফেলে রেখে চম্পট দুষ্কৃতীদের৷

সকাল ৯টা ৪০: দমদমের ঘুঘুডাঙায় ২১৬ নম্বর বুথে বিজেপি এজেন্টের কাছে থাকা নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ সকাল ৯টা ২৯: বাদুড়িয়ার শায়েস্তানগরের দু’নম্বর কালিতলার ২১৯,২২০ নম্বর বুথে বিরোধীদের এজেন্ট বসাতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ সকাল ৯টা ৮: ভোটের দিন সকালে নিউটাউনের ইউনিটেকে উদ্ধার বোমা৷ সকাল ৯টা: (ভাটপাড়া উপনির্বাচন) সকালে ঘোলার কালীমন্দিরে পুজো দেওয়ার পর বুথে বুথে ঘুরে উপনির্বাচনের তদারকি করছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র৷

সকাল ৮টা ৫৩: সল্টলেকের বি এল কমিউনিটি হলের ১৯৭ নম্বর বুথে খারাপ ইভিএম৷ ব্যাহত ভোটগ্রহণ৷ সকাল ৮টা ২৮: সন্দেশখালির ২ নম্বর খুললার ১৬টি বুথে এজেন্ট বসাতে পারেননি বিরোধীরা৷ ঘটনার নেপথ্যে তৃণমূল বলেই দাবি তাঁদের৷ সকাল ৮টা ১৫: (ভাটপাড়া উপনির্বাচন) সকাল থেকে অশান্তি কাঁকিনাড়া বাজারে৷ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকা খালি করছে কেন্দ্রীয় বাহিনী৷সকাল ৮টা: সন্দেশখালি ২ নম্বর ব্লকের ধুসনিখালীর ২২৩, ২২৪ নম্বর বুথ থেকে সিপিএম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ৷ মণিপুরের ২৪৮ এবং ২৪৯ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ৷ সকাল ৭টা ৪০: (ভাটপাড়া উপনির্বাচন) ছেলে পবন সিংকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.