#Breaking: কাঁকিনাড়ায় তুমুল বোমাবাজি, তুলকালাম ভাটপাড়ার ভোটে

ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কাঁকিনাড়া। সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল ভাটপাড়ার বিভিন্ন বুথে। বেলা গড়াতেই বাড়ে আঁচ। বেলা একটা নাগাদ ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র বুথ পরিদর্শন শুরু করতেই শুরু হয় অশান্তি। কাঁকিনাড়ার একটি স্কুলের বুথে ঢুকতে গেলে তৃণমূল প্রার্থীর  সঙ্গে বচসা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

মদনবাবু জানান, ভোটারদের পরিচয়পত্র কেন দেখা হচ্ছে না তা জানতে  চেয়েছিলেন তিনি। তাতেই তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর কিছুক্ষণের মধ্যোই এলাকায় শুরু হয় বোমাবাজি। কাঁকিনাড়া, রায়দিঘির বিভিন্ন এলাকায় মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্য়ে বাধে তুমুল সংঘর্ষ। সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় এ পর্যন্ত ছ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.