বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে এখনই গ্রেফতার করা যাবে না বলে জানাল কোলকাতা হাইকোর্ট। আপতত ৬ সপ্তাহ গ্রেফতার নয়। পাশাপাশি বাঁকুড়ায় নিজের জেলায় ঢোকার নিষেধাজ্ঞার মেয়াদও বাড়িয়েছে আদালত। রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বুধবার দেওঘর থেকে ফেরার পথে দুর্গাপুরে তিনি এমনটাই জানালেন।
উল্লেখ্য, বাঁকুড়ার বড়জোড়া ও বিষ্ণুপুরে অস্ত্র আইন সহ এসএসসিতে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। আদালতে ওই মামলার প্রেক্ষিতে বাঁকুড়া জেলায় তাকে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করে। বুধবার কোলকাতা হাইকোর্টে ছিল তাঁর শুনানি। এদিন জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ওই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। পাশাপাশি আরও ছয় সপ্তাহ গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে। এদিন দেওঘরে পুজো দিতে যান সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখান থেকে ফেরার পথে দুর্গাপুরে ক্ষণিকের জন্য সাক্ষাতে তিনি বলেন,” বাঁকুড়া জেলায় ঢুকলে দুটি লোকসভা আসন তৃণমূলের পরাজয় নিশ্চিত। তাই রাজ্য সরকার আমাকে ঠেকানোর জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনে প্রচারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করব।”