দ্বিতীয় দফায় ভট হয়ে যাওয়া রায়গঞ্জ লোকসভার তিনটি বুথে ফের ভোটের কথা ঘোষণা করল কমিশন।
শনিবার কমিশন জানিয়েছে রায়গঞ্জ লোকসভার তিনটি বুথে হবে পুনর্নির্বাচন। ইসলামপুরের ঢোলো গাছা (১৯ নম্বর বুথ), পাতাগোড়া বালিকা বিদ্যালয় (৩৭ নম্বর বুথ) এবং গোয়ালপোখরের ১৯১ নম্বর বুথে ফের ভোটগ্রহণ হবে। চতুর্থ দফার ভটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে রায়গঞ্জের ওই তিনটি বুথে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোটের দিন বারবার শিরোনামে উঠে এসেছিল ইসলামপুর এবং গোয়ালপোখরের নাম। ইসলামপুরে ভাঙচুর করা হয়েছিল সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ি। গোয়ালপোখরের কাঁটাশিমুলতলা গ্রামে আক্রান্ত হতে হয়েছিল সংবাদমাধ্যমের দুই কর্মীকেও। জেলা প্রশাসনের কাছে রিপর্ট চেয়েছিল কমিশন। বিরোধীরা দাবি জানিয়েছিল প্রায় একশো বুথে পুনর্নির্বাচনের। রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট পাঠিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। দিল্লির নির্বাচন সদন সিদ্ধান্ত নিয়েছে তিনটি বুথে হবে রিপোল।